ছিলেন পরিচ্ছন্নতাকর্মী, জয় করেছেন অস্কারও

তিনবার পেয়েছিলেন অস্কার মনোনয়ন। সেরা অভিনেত্রী হিসেবে ২০১৯ সালে ‘দ্য ফেবারিট’ সিনেমা দিয়ে অস্কার জয় করেন। সেই অভিনেত্রী ক্যারিয়ার শুরুর আগে একসময় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া কোলম্যানের আজ জন্মদিন। বিশেষ দিনে জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা-অজানা বিষয়গুলো।
১ / ৬
অলিভিয়াই একমাত্র অভিনেত্রী, যিনি বাফটা পুরস্কারে একই সঙ্গে সেরা অভিনেত্রী, কমেডি অভিনেত্রী ও পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন।
ছবি: আইএমডিবি
২ / ৬
আগস্ট মাস তাঁর খুবই পছন্দের। এ মাসেই বিয়ে করেন। এ মাস তাঁর তিন সন্তানের জন্ম হয়েছে। অনেক সময় পারিবারিক সময় কাটানোর জন্যও এ মাসকেই বেছে নেন এই অভিনেত্রী।
ছবি: আইএমডিবি
৩ / ৬
এই অভিনেত্রীর আসল নাম সারা কোলম্যান। সেই সময় যুক্তরাজ্যে শিল্পী সংগঠনে একই নামে আরেকজন শিল্পী ছিলেন। কোলম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের কাছের এক বান্ধবীর নাম ছিল অলিভিয়া। সেটা আমার খুবই পছন্দের নাম। তারা আমাকে কোলি নামেই চিনত। পরে বন্ধুর অলিভিয়া নামের সঙ্গে যুক্ত করে হয়ে যাই অলিভিয়া কোলম্যান।’
ছবি: আইএমডিবি
৪ / ৬
তাঁর মা ছিলেন ব্যালে নৃত্যশিল্পী। মায়ের ক্যারিয়ারও মসৃণ ছিল না। তবে মাকে দেখেই তিনি অভিনয়ে আসার আগ্রহ পান। মা-ই তাঁর কাছে অনুপ্রেরণার নাম।
ছবি: আইএমডিবি
৫ / ৬
১৯৭৪ সালের ৩০ জানুয়ারি তাঁর জন্ম। ২৬ বছর বয়সে তিনি টিভি সিরিজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তখনো অভিনয় ক্যারিয়ার নিয়ে দোটানায় ছিলেন। মায়ের ব্যালে নাচেও গিয়েছেন। অভিনয় ক্যারিয়ার শুরুর আগে তাঁকে জীবন চালাতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করতে হয়েছে।
ছবি: আইএমডিবি
৬ / ৬
‘দ্য লস্ট ডটার’ (২০২১), ‘দ্য লবিস্টার’ (২০১৫), ‘দ্য ফেবারিট’ (২০১৮) সিরিজের মধ্যে ‘দ্য বিয়ার’ (২০২৩), ‘দ্য ক্রাউন’ (২০১৬) কাজগুলো দিয়ে তাঁকে সহজেই আলাদা করা যায়। ‘দ্য ফেবারিট’ তাকে অস্কার এনে দেয়
ছবি: আইএমডিবি
আরও পড়ুন