ছিলেন পরিচ্ছন্নতাকর্মী, জয় করেছেন অস্কারও
তিনবার পেয়েছিলেন অস্কার মনোনয়ন। সেরা অভিনেত্রী হিসেবে ২০১৯ সালে ‘দ্য ফেবারিট’ সিনেমা দিয়ে অস্কার জয় করেন। সেই অভিনেত্রী ক্যারিয়ার শুরুর আগে একসময় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া কোলম্যানের আজ জন্মদিন। বিশেষ দিনে জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা-অজানা বিষয়গুলো।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬