‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে তাঁর শুরুটা হয়। এরপর টানা চলচ্চিত্রে কাজ করছেন। একসময় রাজনীতিতেও সক্রিয় হন এই তারকা। এক বছর ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই মাহি। ভালোবেসে এই তারকা দুবার বিয়ে করে সংসারী হয়েছিলেন। তাঁর দুই সংসারের কোনোটিই টেকেনি। আজ শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে আবার সংসার শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। ভক্তদের কেউ কেউ বলছেন, তাহলে কি মাহি আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? মাহি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাব ঠিকাছে… কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য। কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং দম্পতিদের মতো ফেসবুক স্ক্রলিং করব না, বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাব। খুব সুন্দর একটা সংসার গুছাব আমরা। সিনেমার নায়ক–নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে, যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়েমুচড়ে দেবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি এক সাথে রাখবে।’