মাহি বললেন, খুব সুন্দর একটা সংসার গোছাব আমরা

ফেসবুকে শিল্পীরা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। সোহেল রানা, পরীমনি, মাহিয়া মাহি, তৌসিফ মাহবুব ও তাহমিনা অথৈদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা...
১ / ৫
অনেক বছর ধরে অভিনয় করেন না চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী সোহেল রানা। অভিনয়ের পাশাপাশি এই অভিনয়শিল্পী প্রযোজনা আর পরিচালনাও করতেন। এখন দিনের বেশির ভাগ সময় কাটে উত্তরার বাসায়। ফেসবুকেও বিভিন্ন বিষয়ে তাঁর মতামত দিয়ে থাকেন। কখনো অনুভূতিও ব্যক্ত করেন। একসময়ের ব্যস্ত এই অভিনয়শিল্পী আজ শুক্রবার ফেসবুকে লিখেছেন, ‘ভালোবেসে কাউকে আলিঙ্গন করো, সুখ পাবে। সে যদি আরো জোরে জড়িয়ে ধরে, তাহলে তুমি স্বর্গসুখ পাবে।’
২ / ৫
নতুন কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন কাজী নজরুল ইসলামের এই দুই লাইন, ‘তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কী কঠিন।’
৩ / ৫
‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে তাঁর শুরুটা হয়। এরপর টানা চলচ্চিত্রে কাজ করছেন। একসময় রাজনীতিতেও সক্রিয় হন এই তারকা। এক বছর ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই মাহি। ভালোবেসে এই তারকা দুবার বিয়ে করে সংসারী হয়েছিলেন। তাঁর দুই সংসারের কোনোটিই টেকেনি। আজ শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে আবার সংসার শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। ভক্তদের কেউ কেউ বলছেন, তাহলে কি মাহি আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? মাহি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাব ঠিকাছে… কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য। কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং দম্পতিদের মতো ফেসবুক স্ক্রলিং করব না, বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাব। খুব সুন্দর একটা সংসার গুছাব আমরা। সিনেমার নায়ক–নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে, যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়েমুচড়ে দেবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি এক সাথে রাখবে।’
৪ / ৫
অভিনয়শিল্পী তাহমিনা অথৈ তাঁর ফেসবুকে এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আমাকে ভালোবাসো নয়তো ঘৃণা করো।’
৫ / ৫
অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব তাঁর কথাবার্তায় ‘মন দিওয়ানা’ নাটকের কথা বারবার বলেছিলেন। তাঁর মতে, এই নাটকের জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। নাটকটি দর্শকেরা পছন্দও করবে। আজ শুক্রবার ফেসবুকে নাটকটির একটি পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘দুই দিনে চার মিলিয়ন ভিউ। একটি ভালো কনটেন্টের শক্তি এটাই। ধন্যবাদ, আমার ভালোবাসার দর্শকদের।’