বুবলীর সঙ্গে কথা না বলার কী আছে

শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি চলছে প্রেক্ষাগৃহে। ছবি: প্রথম আলো
শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি চলছে প্রেক্ষাগৃহে। ছবি: প্রথম আলো
>

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘শাহেনশাহ’। ছবিতে তাঁর নায়িকা নূসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা, নতুন ছবি, বুবলীর সঙ্গে যোগাযোগসহ নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন শাকিব খান।

অনেকক্ষণ ধরে ফোন ওয়েটিং পেলাম। প্রেম করছেন নাকি?
চেষ্টা চালিয়ে যাচ্ছি (হাসতে হাসতে)। জীবনে অত প্যাঁচাল করে লাভ নেই। নিজে ভালো থাকো, আরামে থাকো, শান্তিতে থাকো। মন যা চায় তাই করো, না চায় করো না। এই কয়েক দিন আগে ফেসবুক ঘাটতে ঘাটতে শাবনূরের খবর দেখলাম। স্বামীকে তালাক দিয়েছেন।

শাবনূরের সঙ্গে আপনি বেশ কিছু ছবি করেছেন। এক সময় আপনাদের সম্পর্ক ভালো ছিল। তাঁদের দাম্পত্যকলহ নিয়ে আপনি কি কিছু জানতেন?
শুনেছিলাম। দু-তিন বছর আগে থেকে স্বামী-স্ত্রী সম্পর্ক ভালো যাচ্ছিল না। মনে হয় তাঁরা আলাদাও থাকতেন। সম্প্রতি হয়তো আনুষ্ঠানিকভাবে তালাকের বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে যদিও আমি পুরোপুরি জানি না, তবে আমার কথা হচ্ছে, ভালো থাকার জন্য যার যেমন ইচ্ছা, তাঁর সেভাবেই থাকা উচিত। দিন দিন চারপাশের সবকিছুই তো জটিল হয়ে যাচ্ছে।

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে আপনার নায়িকা বুবলী নাকি অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য আপনি ২৫ হাজার ডলার খরচ করে তাঁকে দেশের বাইরে পাঠিয়েছেন। এ নিয়ে কিছু বলবেন?
না, কিছুই বলব না। কারণ যারা এ নিয়ে মাতামাতি করছেন, তারা গুজবটা ক্যাশ করতে চান, নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি যখন এটা নিয়ে কথা বলব, যারা গুজব রটাচ্ছেন তাদের পাত্তা দেওয়া হয়ে যাবে। সুতরাং যার যা ইচ্ছা, করতে থাকুক। দেখবেন, এক সময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।

নায়িকা বুবলীর সঙ্গে নিয়মিত কথা হয় শাকিব খানের। ছবি: প্রথম আলো
নায়িকা বুবলীর সঙ্গে নিয়মিত কথা হয় শাকিব খানের। ছবি: প্রথম আলো


‘বীর’ ছবিটি মুক্তির পর বুবলীর সঙ্গে আপনার কথা হয়েছে?
কেন কথা হবে না? বুবলীর সঙ্গে কথা হয়। তিনি আমার সহশিল্পী। আমার সঙ্গে ১১টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বুবলী। কথা না বলার কী আছে!

আপনার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা নির্মাণের কথা শোনা যায়। ছবির প্রিয়তমা, মানে নায়িকা হতে চেয়েছেন বুবলী। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে?
দুই বছর আগে ছবিটি করতে চেয়েছিলাম। তখন বুবলীর বয়স আরও কম ছিল। ওই সময় ছবিটি তৈরি করলে বুবলী অভিনয় করতে পারত। এখন তাঁকে দিয়ে চরিত্রটি করানো যাবে না, মানাবেও না। এখানে একেবারেই নতুন একটি মেয়ে লাগবে। যার অভিষেকই হবে ‘প্রিয়তমা’ দিয়ে।

বেশ কয়েকবার পেছানোর পর ‘শাহেনশাহ’ মুক্তি পেল। আপনাদের প্রত্যাশা কেমন ছবিটি নিয়ে?
মুক্তির তিন দিন হয়ে গেল। সব জায়গা থেকে ভালো খবর পাচ্ছি। এই ছবিতে আমার বিপরীতে প্রথম নায়িকা হয়েছেন নুসরাত ফারিয়া। দর্শকের একটা আগ্রহ আছে ছবিটি নিয়ে। তবে ছবিটি মুক্তির তারিখ যেহেতু কয়েকবার পিছিয়েছে, এবার যে মুক্তি পাবে অনেকেই সেটা বিশ্বাস করেনি হয়তো। মুক্তির পর প্রচার জরুরি। মুক্তির আগে থেকে আমার নিজের ফেসবুক পেজে প্রচার চালানো হচ্ছে। এখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও জোরেশোরে প্রচার চালানো দরকার। ছবিটি আলোচনায় আসার সম্ভাবনা আছে।

নতুন নায়িকা খুঁজছেন শাকিব খান। ছবি: প্রথম আলো
নতুন নায়িকা খুঁজছেন শাকিব খান। ছবি: প্রথম আলো


আপনার ছবি সাধারণত মুক্তি পায় উৎসবে। এবার পরপর দুটি ছবি অসময়ে মুক্তি পেল। কারণ কী?
এটা প্রযোজকের ব্যাপার। তাঁরা কখন ছবি মুক্তি দেবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁদের। তবে আমি মনে করি উৎসবের বাইরে এভাবে ছবি মুক্তির ব্যাপারটি আগে থেকে করতে পারলে হলগুলো বাঁচানো যেত। আজ হল ধ্বংস হয়েছে, সাধারণ সময়ে বড় ছবি মুক্তি না দেওয়ার কারণে। সাধারণ সময়ে বড় ছবি মুক্তি না হতে হতে দর্শক ঘরে ঢুকে গেছে। ঈদের সময় হলেই সবাই বড় বড় ছবিগুলো মুক্তি দিতে চাই। এমন করলে সারা বছর হল বাঁচবে কীভাবে? হলিউড, বলিউডের সব বড় বাজেটের ছবি কি উৎসব ধরে মুক্তি দেওয়া হয়? না, অবশ্যই না। সুতরাং ‘শাহেনশাহ’ বা ‘বীর’-এর মতো বড় ছবি মাসে একটা করে মুক্তি দিলে বর্তমানে যতগুলো প্রেক্ষাগৃহ আছে, সেগুলো বাঁচবে।

প্রযোজক-পরিবেশক সমিতি, ফিল্ম ক্লাবের পিকনিকে গেলেন, শিল্পী সমিতির পিকনিকে গেলেন না কেন?
এখন যে অবস্থা তৈরি হয়েছে, যে কোনো সমিতির পিকনিকে অংশ নেওয়া কঠিন হয়ে গেছে। গেলেও কোথাও বসে শান্তিতে কথা বলা যায় না। খাওয়া-দাওয়া করা যায় না। শত শত মোবাইল ফোন ও ক্যামেরা ঘিরে রাখে। এ সব বেশি ভাগই ইউটিউব পার্টি। প্রযোজক সমিতির পিকনিকে গিয়ে সেই অভিজ্ঞতা হয়েছে আমার। শিল্পীদের চেয়ে বহিরাগতই বেশি যায়। যার যার স্বার্থ থেকে বহিরাগতদের দাওয়াত করা হয়। শিল্পীদের এ ধরনের অনুষ্ঠানে বহিরাগতদের দাওয়াত করে এনে সমিতির কেউ কেউ স্বার্থ উদ্ধার করছেন। এমন হওয়া উচিত না।