ট্রাম্পের পছন্দের সিনেমা কোনগুলো

এ মুহূর্তে বিশ্বের আলোচিত নাম ডোনাল্ড ট্রাম্প। গতকাল তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর পর থেকে চলচ্চিত্র–দুনিয়ায় তারকা, কলাকুশলীসহ অনেকের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। আলোচিত এই প্রেসিডেন্টের পছন্দের সিনেমাগুলো একনজরে দেখে নিতে পারেন।
১ / ৫
সাহিত্যিক ও সাংবাদিক মার্গারেট মিচেলের একই নামের উপন্যাস থেকে নির্মিত সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯) ট্রাম্পের পছন্দের সিনেমার শীর্ষে রয়েছে। ক্লার্ক গেবল, ভিভিয়ান লে, লেসলি হাওয়ার্ড, অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড অভিনীত এ সিনেমা পরিচালনা করেছেন ভিক্টর ফ্লেমিং।
ছবি: আইএমডিবি
২ / ৫
কালজয়ী সিনেমা ‘সিটিজেন কেইন’ (১৯৪১) ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছে। চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত সিনেমা। ক্যামেরার সামনের নায়ক ও পেছনের নায়ক—দুটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন অরসন ওয়েলস।
ছবি: আইএমডিবি
৩ / ৫
‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি (১৯৬৬) ’। ভিন্ন চরিত্রের তিন ব্যক্তিকে নিয়ে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সার্জিও লিওনি। ভিন্নভাবে দর্শকদের সামনে আসা এই তিন চরিত্রকে একবিন্দুতে মিলিয়ে দেয় গুপ্তধন।
ছবি: আইএমডিবি
৪ / ৫
মারিও পুজোর উপন্যাসকে রুপালি পর্দায় এনে ঝড় তুলেছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য গডফাদার’ (১৯৭২)। মার্লোন ব্র্যান্ডো, আল পাচিনো অভিনীত ছবিটি কালজয়ী ছবি হিসেবে বিশ্ব চলচ্চিত্রে জায়গা করে নিয়েছে। এটি ট্রাম্পের পছন্দের সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ৫
হেনরি হিল নামের এক মাফিয়ার জীবনের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘গুডফেলাস’ (১৯৯০) সিনেমাটি। এটিও পরিচালনা করেছেন মার্টিন স্করসেজি। এ সিনেমাও ট্রাম্পের খুব পছন্দের।
ছবি: আইএমডিবি