শুরু হলো মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে শুক্রবার শুরু হলো মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব। দেশব্যাপী প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে আটটি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব চলবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। আট দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন শহীদজননী আইনুন নাহার (শহীদ নাঈমা সুলতানার মা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ মুনীর চৌধুরীর কনিষ্ঠ পুত্র আসিফ মুনীর। সভাপতিত্ব করেন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।
উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় রংপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘ছিন্নমুকুট’। সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’ অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন মো. লাহুল মিয়া। রাত আটটায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ফাহিম মালেক।
শনিবার সন্ধ্যা সাতটায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি। নাটক রচনা ও নির্দেশনা ছিলেন এস এম লাতিফুল খাবীর। রাত আটটায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি। নাটকের নাট্যকার ও নির্দেশনায় থাকবেন ইরা আহমেদ।
রোববার সন্ধ্যা সাতটায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির প্রযোজন ‘ভূত-অদ্ভুত’ মঞ্চায়ন হবে। প্রযোজনাটির পাণ্ডুলিপি রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস এবং নির্দেশনা দিয়েছেন বিপ্লব সরকার। রাত আটটায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ‘বহমান আর্তনাদ’ মঞ্চায়ন করবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ মামুন রেজা। সোমবার সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় ‘জাল’। নাটকটি রচনায় সম্মিলিত ভাবনা, নির্দেশনায় দাস। রাত আটটায় মঞ্চায়িত হবে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় ‘আয়নাঘর’, নির্দেশনায় শান্তনু হালদার। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নাটক ‘ফেরা’ মঞ্চায়ন করবে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি। প্রযোজনাটি রচনা ও নির্দেশনা দিয়েছেন কাজী রোকসানা রুমা। রাত আটটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘লাশের ইশতিহার’। পাণ্ডুলিপি ও মূল প্রশিক্ষণে ছিলেন হাবিব জাকারিয়া উল্লাস, নির্দেশনা দিয়েছেন সালমা সুলতানা।
বুধবার সন্ধ্যা সাতটায় নাটক ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন তারেক তাশহাদ। রাত আটটায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং নূর-ই-নাজনীন নির্দেশিত ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ মঞ্চায়ন করবে। প্রযোজনার রচনা ও নির্দেশনায় রয়েছেন শাহীন রহমান। রাত আটটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অপূর্ব গোমস্তা ঋক্ রচিত ও নির্দেশিত নাটক ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘বরাভয়’। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তানভীর নাহিদ খান। রাত আটটায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’। নাট্যভাবনা ও নির্দেশনায় রয়েছেন সুবীর মহাজন।