ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড পেলেন শাহমান মৈশান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশানসংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান ‘ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আওতায় সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে স্কলার-নাট্যকার-নির্দেশক হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁর হাতে সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’ তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ কাজের মাধ্যমে অবদান রাখেন, তাঁদের ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার দেয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয় মেডেল, সনদ ও অর্থ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমান মৈশান উত্তর-ঔপনিবেশিক বাংলাদেশে আধুনিক নাট্যরূপ বিষয়ে একজন পণ্ডিত, গবেষক, নাট্যকার ও নাট্যনির্দেশক।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁর হাতে সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’ তুলে দেওয়া হয়
সংবাদ বিজ্ঞপ্তি

তাঁর কাজে নাট্যশিল্প ও অভিনয়ের শিকড়, ইতিহাস ও সাংস্কৃতিক পরিবেশনাবিষয়ক সমালোচনাধর্মী উপস্থাপনা প্রতিফলিত হয়। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটির শেক্‌সপিয়ার ইনস্টিটিউট থেকে রাজনৈতিক শেক্‌সপিয়ার এবং আন্তসাংস্কৃতিক পারফরম্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সৃজনশীলতার নতুন ভাষা তৈরিতে অবদান রাখার জন্য তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

যুক্তরাজ্যে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ কাজের মাধ্যমে অবদান রাখেন, তাঁদের ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার দেয়
সংবাদ বিজ্ঞপ্তি