ঢালিউডে একাধিক নায়ক–নায়িকার শুরুটা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। বাপ্পী, মাহি থেকে শুরু করে হালের আলোচিত সিয়াম ও পূজা চেরীর প্রথম ছবি ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তারা এবার আনছে নতুন এক নায়িকা। প্রতিষ্ঠানটির ভাষায়, আরিয়ানা জামান ‘জিরো ফিগার’ নায়িকা। আরিয়ানাকে নিয়ে ঢাকার অদূরে গাজীপুরে শুরু হয়েছে ‘মোনা’ নামের একটি নতুন চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় ‘মোনা’ চরিত্রে তিনি অভিনয় করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল আরিয়ানার। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর সেই চলচ্চিত্রে দেখা যায়নি। চিত্রনায়ক নিরবের সঙ্গেও একটি চলচ্চিত্রে কাজ করার কথা। আরিয়ানা বেশ কয়েক বছর ধরে মডেলিং করেছেন। বিভিন্ন শিল্পীর গানের ভিডিওতে তাঁকে সবচেয়ে বেশি দেখা গেছে। বড় পর্দায় নায়িকা হয়ে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান, জাজ মাল্টিমিডিয়া গতকাল জানিয়েছে, আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। তাঁর বিশেষ গুণের একটি হচ্ছে, সে নাচে পারদর্শী।
আরিয়ানা বলেন, ‘আমি অনেক খুশি, ফিল্মে নায়িকা হিসেবে কাজ করছি। গল্পটা ভীষণ ভালো লেগেছে। চলচ্চিত্রে কাজ করার ব্যাপারটি শুরু থেকে পরিবারের কেউ মেনে না নিলেও, এখন সমর্থন দিচ্ছেন। আমার ১৪ জেনারেশনের কেউ বিনোদন অঙ্গনে কাজ করেননি, তাই তাঁরা খানিকটা চিন্তায় ছিলেন। এখন সব চিন্তা কেটেছে, আমিও স্বস্তি আর সাহস নিয়ে কাজ করছি।’
জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা কি “জিরো ফিগার” বা “সুন্দর ফিগার”- এর জন্য সব সময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠিদের দেখে যাব? ঢালিউডে কি কেউ আসবে না? আমাদের সিনিয়রেরা এখনো বলেন, বাংলাদেশের দর্শক “জিরো ফিগার” পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরোনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সাথে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলে। সে কথা মাথায় রেখে,
জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সাথে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়। হয়তো, এত দিন লম্বা এবং জিরো ফিগার উপহার দিতে পারিনি। কিন্তু এই প্রথম “জিরো ফিগার”- এর একজন নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসব, নাম আরিয়ানা। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ২য় সেমিস্টারে পড়ছে। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে সে দারুণ পারদর্শী।’
প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে এ–ও বলেছে, ‘আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।’