ববির নায়ক সুদীপ

ববি ও সুদীপ
ছবি: কোলাজ

‘ময়ূরাক্ষী’ ছবিতে অভিনয় করবেন ববি ও শিরিন শিলা, এটি পুরোনো খবর। নতুন খবর হলো এই ছবিতে ববির বিপরীতে থাকছেন সুদীপ বিশ্বাস। চুক্তি স্বাক্ষর করে বৃহস্পতিবার রাতে ছবিটিতে যুক্ত হয়েছেন এই অভিনেতা।

২০২০ প্রচারিত এইচবিও চ্যানেলের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামে একটি সিরিজে অভিনয় করে দেশের দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ। তিনি বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে থেকে কাজটির জন্য কথাবার্তা চলছিল। গতকাল রাতে চুক্তি হয়েছে।’ পরিচালকের কাছ থেকে ‘ময়ূরাক্ষী’ ছবিতে নিজের চরিত্রে গল্প শুনেছেন সুদীপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটির ওপরই ছবির গল্প। চরিত্রটি যদি ঠিকঠাক করতে পারি এবং উপস্থাপনটা যদি উপযুক্তভাবে হয়, তাহলে আমি নিশ্চিত, আমার ক্যারিয়ারে সাফল্যের একটি পালক হিসেবে যুক্ত হবে এই চরিত্র।’

ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। পরিচালক জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে মুক্তি পেয়েছে এই পরিচালকের ‘পদ্মাপুরাণ’ ছবিটি। শুটিং বাকি আছে ‘প্রীতিলতা’ ছবির।