২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বঙ্গবন্ধুর বায়োপিকের ৭৫ শতাংশ শুটিং শেষ

২১ জানুয়ারি মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শুরু হয়েছিল। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। ২১ জানুয়ারি মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এই ছবির শুটিং শুরু হয়েছিল। তারপরও করোনার কারণে বারবার বিলম্বিত হয়েছে বঙ্গবন্ধুর শুটিং। তবে আশার কথা, এই করোনাকালের মধ্যে মুম্বাই শিডিউল সম্পূর্ণ হয়ে গেছে। সত্যি বলতে কি, বায়োপিকটির ৭৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানালেন ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল।

বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে শ্যাম বেনেগাল বলেন, গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং হয়ে গেছে। বলা যায় শুটিং প্রায় শেষ। প্যাচআপ এখনো বাকি। তবে এখন শুটিং হচ্ছে না। ভারতের এই প্রভাবশালী পরিচালক আরও জানান, ‘মুম্বাইয়ের শুটিং আপাতত হয়ে গেছে। এবার কলকাতায় শুটিংয়ের কাজে যাব। তারপর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা আছে। আমরা পরিকল্পনা করে বসে আছি। সবকিছু নির্ভর করছে করোনার ওপর। তাই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। করোনার কারণে নানান নিষেধাজ্ঞা আছে। এই সব নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা আবার কাজে ঝাঁপিয়ে পড়ব। তবে এই ছবি ঘিরে আমার নিজস্ব কিছু কাজ আছে। আমি এখন সেগুলো করছি।’

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে চলছে ‘বঙ্গবন্ধু’র শুটিং। ছবি: বিবিসির সৌজন্যে।

বায়োপিকটির সঙ্গে দুই দেশের মানুষ জড়িয়ে আছেন বলে মহামারিকালে নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, জানালেন শ্যাম বেনেগাল। তিনি বলেছেন, ‘আমার এই ছবির অধিকাংশ অভিনয়শিল্পী বাংলাদেশের। ছবির মূল চরিত্রগুলোতে তাঁদেরই দেখা যাবে। তাই করোনার কারণে আমরা মহাসমস্যায় পড়েছি। মুম্বাই শিডিউল শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশের অভিনয়শিল্পীদের আমরা ঢাকাতে পাঠিয়ে দিয়েছি। কলকাতা শিডিউলের সময় আবার তাঁদের উড়িয়ে আনা হবে।’
বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের প্রশংসা করে শ্যাম বেনেগাল বলেন, ‘বাংলাদেশের অভিনয়শিল্পীরা আমাকে মুগ্ধ করেছেন। ওখানকার নাটক অত্যন্ত সমৃদ্ধ। ওই দেশে দুর্দান্ত সব অভিনেতা আছেন। বাংলাদেশের অভিনেতারা অত্যন্ত উঁচু মানের। তাঁরা মনপ্রাণ দিয়ে অভিনয় করছেন। আর ছবিটা যেহেতু বঙ্গবন্ধুর ওপর, তাই এর সঙ্গে তাঁদের আবেগও জড়িয়ে আছে।’

বঙ্গবন্ধু বায়োপিকের মূল লেখক দ্রোহকাল, মিশন কাশ্মীর, অগ্নিবর্ষখ্যাত অতুল তিওয়ারি এবং গরমহাওয়া, উমরাওজান, শতরঞ্জ কি খিলাড়িখ্যাত শামা জায়েদি। বাংলা রূপান্তরে উপদেষ্টা হিসেবে আছেন সাংসদ আসাদুজ্জামান নূর। রূপান্তরের কাজে যুক্ত আছেন সাধনা আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন ও অনম বিশ্বাস। চিত্রনাট্য তত্ত্বাবধায়ক ও ডায়ালগ কোচ হিসেবে কাজ করেছেন সাধনা আহমেদ। মুম্বাইয়ে এই ছবির শুটিংয়ের সময় সাধনা আহমেদ উপস্থিত ছিলেন।

শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধু বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতে মুক্তি পাবে। ছবির প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আনাম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। বলিউড ও টালিউডের শিল্পীদের মধ্যে আছেন রাজেন মোদি, শ্রীজা ভট্টাচার্য, দেবাশীষ নাহা, সোমনাথ, আবির সুফি, অরুণাংশু রায়, কৃষ্ণকলি গাঙ্গুলি প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবনের আধারে যৌথভাবে ছবিটি নির্মাণ করছে ভারত ও বাংলাদেশ। দুই দেশের চলচ্চিত্র শাখা বিএফডিসি ও এনএফডিসি এই বায়োপিক ছবির যৌথ প্রযোজক।