২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলাদেশের ঊনপঞ্চাশ বাতাস

করোনা মহামারিতে ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তির ২১তম দিনে প্রথম সুখবর পান পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে মুক্তি পায় ছবিটি।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্য
সংগৃহীত

এবার পরিচালকের জন্য সুখবর এল যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের মাল্টিপ্লেক্স এএমসি এম্পায়ারে দেখানো হবে বাংলাদেশের ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’! প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন এই চলচ্চিত্রের পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

করোনা মহামারিতে সাত মাস বন্ধ ছিল দেশের প্রেক্ষাগৃহ। বিধিনিষেধ শিথিলের পর প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধে ২০২০ সালের ১৬ অক্টোবর খুলে দেওয়া হয় বাংলাদেশের সব প্রেক্ষাগৃহ। এক রকম অনিশ্চয়তা নিয়ে ওই মাসের ২৩ অক্টোবর মুক্তি পায় মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। যে দর্শকদের দেখার জন্য ছবিটি মুক্তি দিয়েছিলেন পরিচালক, করোনার কারণে সেই দর্শকসংখ্যা প্রেক্ষাগৃহে ছিল কম। তবে যাঁরাই ছবিটি দেখেছেন, নিরাশ হননি। দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের সবার প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’
ফেসবুক

জানা গেছে, আগামী ১৯ নভেম্বর টাইমস স্কয়ারসহ যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৪টি মাল্টিপ্লেক্সে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের ঊনপঞ্চাশ বাতাস চলচ্চিত্রটি। ২০২০ সালে করোনার মধ্যে প্রেক্ষাগৃহ খুললে সে বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। মুক্তির পর ছবিটি প্রশংসিত হয়। এবার সেই চলচ্চিত্র দেশের বাইরে প্রদর্শিত হতে যাচ্ছে।

উজ্জ্বল বলেন, ‘আমরা যে সময় ছবিটি মুক্তি দিয়েছিলাম, ভীষণ হতাশ ছিলাম। কারণ, করোনার ওই সময়ে দেশের পরিস্থিতি বেশ কঠিন ছিল। মানুষ ঘর থেকেও বের হচ্ছিল না। যে সিনেমা দর্শকদের দেখানোর জন্য বানালাম, সেটিই যদি দর্শকেরা না দেখে তাহলে তো হয় না। তারপরও নিরাশ করেননি দেশের দর্শকেরা। বছরখানকের মধ্যে ইউএসএ তো মুক্তির খবরটা সত্যিই ভীষণ আনন্দের।

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার একটি দৃশ্য
ফেসবুক

এই মুক্তিটা অনেক বড় ব্যাপার, বাংলাদেশের চাইতেও তো বেশি প্রেক্ষাগৃহ, একই সঙ্গে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে—এই ছবি যদি প্রশংসিত হয়, মানুষ যদি গ্রহণ করেন—তাহলে আমাদের জন্য যেমন ভালো তেমনি পরবর্তী বাংলাদেশি চলচ্চিত্রের জন্য সুখবর হবে। ওসব দিক ভাবলে বিষয়টি সত্যিই রোমাঞ্চকর।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্য
ফেসবুক

‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের যুক্তরাষ্ট্র ও কানাডার মুক্তির পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেযারক্রো ইনক। ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। শুটিংয়ের শুরু থেকেই আলোচনায় ছিল এই চলচ্চিত্র। মুক্তির পর সেই আলোচনা আরও বেশি ডালপালা মেলে। এটি ছোট পর্দা নির্মাতা মাসুদ হাসানের প্রথম সিনেমা। দীর্ঘ বিরতি ভেঙে এ ছবির জন্য ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। ছবির অন্য গানগুলো গেয়েছেন শৌরিন, মাসুদ হাসান উজ্জ্বল এবং ভারতের সিধু ও সোমলতা। ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে ছবিটি।