ডাকাতের কবলে অভিনেত্রী সালওয়া

মৈনট ঘাট থেকে মা–বাবাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া
ছবি: ফেসবুক থেকে

২৫ আগস্ট, রাত প্রায় আটটা। মৈনট ঘাট থেকে মা–বাবাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। তাঁদের গাড়িটি কেরানীগঞ্জের রোহিতপুরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ চারটি মোটরসাইকেল তাঁদের পথ রোধ করে। তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই সামনে এসে গাড়ি থামাতে বলে। অকথ্য ভাষায় গালাগাল করছিল তারা। বলছিল, আমাদের গাড়ির সঙ্গে তাদের একটা মোটরসাইকেলের ধাক্কা লেগেছে। তারা গাড়ি থেকে আমাদের নামতে বলে। তাদের মধ্যে একজন পাঁচ হাজার টাকা দাবি করে। আমাদের জীবননাশের হুমকি দেয়।’

পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে আমাদের রক্ষা করে
ছবি: ফেসবুক

সালওয়া আরও বলেন, ‘আতঙ্ক আর ভয়ে আমরা জড়সড়। পেছনে আমি আর মা। সামনে ড্রাইভারের পাশে বাবা। ভয়ে ঘামছিলাম। ভয়ে আমরা গাড়ি থেকে বের হইনি। পরে মাথায় আসে ৯৯৯। লোকগুলো যখন ড্রাইভারকে গালাগাল করছিল, ফাঁকে ৯৯৯–এ ফোন করে সমস্যার কথা বলি। পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে আমাদের রক্ষা করে।’

‘জীবনে কখনো ডাকাত বা চাঁদাবাজ চক্রের হাতে পড়ব ভাবিনি। এখনো ঘটনাটা ভাবলে মনে হয় দুঃস্বপ্ন দেখছি। পুরো রাতটি আতঙ্কে কেটেছে। এখনো ট্রমার মধ্যে রয়েছি,’ কথাগুলো বলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

পুলিশের সঙ্গে থানায় যান অভিনেত্রী এবং তাঁর পরিবার
ছবি: ফেসবুক

গতকাল বুধবার রাতেই সাদ্দাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের সঙ্গে থানায় যান অভিনেত্রী এবং তাঁর পরিবার। তাঁরা জানতে পারেন, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা ডাকাতি ও চাঁদাবাজি করে। সালওয়ার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করেন। সালওয়ার বলেন, ‘এ ধরনের ঘটনায় মামলা এবং বিচার না হলে ঘটনাগুলো বাড়বে। সচেতনতার জায়গা থেকে আমরা মামলা করেছি। আজও থানার ওসির সঙ্গে কথা হয়েছে। বাকি যারা বাইক নিয়ে ঘটনার সময় ছিল, তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮–এর প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া
ছবি: ফেসবুক থেকে

দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল সালাম মিয়া বলেন, ‘যে ঘটনা ঘটিয়েছিল, তার সঙ্গে আরও লোক ছিল। আমরা একজনকে ধরেছি। পরে রফিকুল ইসলাম নামের একজন অভিযোগ করেছেন। আমরা দ্রুত বিচার আইনে মামলা নিয়েছি।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮–এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের পাশাপাশি বর্তমানে কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন তিনি। যদিও ছবিটি এখনও শেষ করা যায়নি। তাঁর অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।