আপনারা সবাই অনেক বেশি করে খাওয়াদাওয়া করুন: বুবলি
শারীরিক ফিটনেস ধরে রাখতে কত কি না করেন চিত্রনায়িকা শবনম বুবলি। এ জন্য আলাদা করে সময় বরাদ্দ রাখেন। খাওয়াদাওয়া নিয়ে সব সময় সচেতন থাকেন। এর একমাত্র কারণ ফিটনেস ধরে রাখা। তবে মজার ব্যাপার হচ্ছে, এসব নিয়মের তোয়াক্কা করেন না ঈদে। ঈদুল আজহা উপলক্ষে ভক্তদের সঙ্গে ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানাতে এসে বললেন, মোটেও ঈদের সময়ে ডায়েটের পক্ষপাতি নন তিনি।
বুবলি ফেসবুক লাইভে বলেন, ‘ঈদটা সবাই আনন্দেই কাটাচ্ছেন, আনন্দেই কাটান। অনেক বেশি খাওয়াদাওয়া করুন। এই কয়েক দিন কোনো ডায়েট নয়। আর জিমটা, আসলে আমরা জিমে যেতেই পারি, এক্সারসাইজ করতেই পারি। কিন্তু ঈদের সময় ডায়েট করতে হবে এটাতে আমি একদমই পক্ষপাতি নই। তাই আপনারা সবাই অনেক বেশি করে খাওয়াদাওয়া করুন। আমরা যারা ভালো আছি, তারা সবাই চেষ্টা করবেন যারা ভালো নেই, আশপাশের এমন অনেকের পাশে দাঁড়ালে সবার ঈদ ভালো কাটবে।’
ঈদের শুভেচ্ছা জানানোর সময় বুবলি চলমান করোনার পরিস্থিতির কথা মনে করিয়ে দেন ভক্তদের। তিন বছর ধরে দেশে করোনা চলমান। করোনার কারণে দেশের অনেকেই মারা গেছেন। দেশ হারিয়েছে কবরীসহ অনেক চলচ্চিত্র ও নাটকের মানুষকে। বুবলি বলেন, ‘কোভিড–১৯ কিন্তু যাচ্ছে–আসছে এর মধ্য দিয়ে কখনো কমছে কখনো আবার বাড়ছে। করোনার প্রকোপ কিন্তু এখনো আছে। আমি জানি, এই সময়ে কী করতে হবে। বিধিনিষেধ মেনে আমরা ঈদ উদ্যাপন করব। আপনাদের অনুরোধ করব, সেফটি মেইনটেই করে সুস্থভাবে ঈদ উদ্যাপন করুন। আর আমাকে আপনারা যেভাবে সব সময় ভালোবাসা দেন, সেই ভালোবাসা সব সময়ই চাই। আপনাদের একজন হয়ে উঠতে চাই। সবাইকে আবারও ঈদ মোবারক।’
গত ঈদে বুবলি অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি পেয়েছিল। এখানে তাঁর সহ–অভিনেতা ছিলেন শাকিব খান। এ ছাড়া ঈদুল ফিতরেই বুবলি অভিনীত ‘টান’ মুক্তি পেয়েছিল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। এখানে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ। ঈদের পরপরই বুবলি ও আদর আজাদ অভিনীত ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন এই চিত্রনায়িকা। এবার ঈদুল আজহা অনেকটাই বুবলিহীন। তবে তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।