‘অবশ্যই বাপ্পীর কথা বলব’
একের পর এক ছবিতে জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। প্রথম জুটি বাঁধেন ‘যন্ত্রণা’ ছবিতে। যদিও ছবিটির কাজ এখনো শুরু হয়নি। এরপরের ছবি ‘জয় বাংলা’ ও ‘কুস্তিগির’। দুটি ছবিরই শুটিং শেষ। সম্প্রতি নতুন আরেকটি ছবির কাজ শুরু করল এই জুটি। ছবির নাম ‘শত্রু’। গত মঙ্গলবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং শুরু হয়েছে ছবিটির।
ছবিতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করছেন মিতু। একজন বখাটে মেয়ে, নেশাগ্রস্ত। মিতু জানান, এমন একটি চরিত্র তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। অন্যদিকে বাপ্পীর চরিত্রের নাম দুর্জয়। পুলিশের সাব ইন্সপেক্টর।
গত বছর জুন মাসে ‘যন্ত্রণা’ ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পী ও মিতু। এরপর একাধারে ‘জয় বাংলা’, ‘কুস্তিগির’ ও ‘শত্রু’ ছবিতে জুটিবদ্ধ হলেন তাঁরা। চলচ্চিত্রের এই মন্দা সময়ে মাত্র আট মাসের ব্যবধানে পরপর চারটি ছবিতে জুটি হলেন তাঁরা দুজন। এত অল্প সময়ে একই জুটির এতগুলো ছবির খবর ঢাকার চলচ্চিত্রে সাধারণত দেখা যায় না।
এ প্রসঙ্গে মিতু বলেন, ‘গত বছর জুন মাসে “যন্ত্রণা” ছবির চুক্তির পর ফটোশুট করেছিলাম আমরা। তখন ফেসবুকে ছবিগুলো বেশ আলোচিত হয়। ছবির নিচে আমাদের দুজনকে নিয়ে ভক্ত-দর্শককে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। অনেকে দুজনকে একসঙ্গে একাধিক কাজে দেখতে চেয়েছেন। আমার কাছে মনে হয়েছে, ভক্ত-দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়ে দুজনকে একের পর এক ছবিতে নিয়েছেন প্রযোজক ও পরিচালকেরা।’
সম্প্রতি ‘জয় বাংলা’ ও ‘কুস্তিগির’ নামে পরপর দুটি ছবির শুটিং শেষ হওয়ার কারণে দুজনের মধ্যে কাজের বোঝাপড়াও ভালো হয়েছে। মিতু বলেন, ‘“জয় বাংলা” ও “কুস্তিগির” ছবির কাজ শেষ হয়েছে। এতে আমাদের দুজনের কাজের ভালো-মন্দটা বুঝতে শিখেছি। নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। শুটিংয়ে দুজন দুজনকে সহযোগিতা করি। ফলে কাজটা আমাদের কাছে সহজ হয়।’
এই নায়িকার কথা, ঢাকার চলচ্চিত্রে বর্তমান নতুন কোনো জুটি নেই। জুটি বিষয়টা সিনেমার জন্য ভালো। ভালো সিনেমা তৈরির সুযোগ করে দেয়। হলে দর্শকও ফেরাতে পারে। বাণিজ্যিক ছবির যেমন বিকল্প নেই, তেমনি সিনেমায় জুটিরও বিকল্প নেই।
মিতু বলেন, ‘এখন যদি কোনো ছবিতে আমার বিপরীতে কোনো নায়কের নাম বলতে বলা হয়, অবশ্যই বাপ্পীর কথা বলব।’
এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘আমরা দুজন ভালো বন্ধু। দুজনের বোঝাপড়ার জায়গাটা ভালো। এ কারণে একসঙ্গে কাজটা সহজ হয়। আর পরিচালকেরাও আমাদের নিয়ে ভাবছেন। কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাই একসঙ্গে বেশ কটি কাজ করার সুযোগ হয়েছে দুজনের।’
ছবিটির পরিচালক সুমন ধর জানান, গত মঙ্গলবার থেকে দুই দিনের শুটিং শুরু হলো। ২০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ছবির টানা শুটিং হবে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে গানের শুটিং হবে। ঢাকা ছাড়া নরসিংদী, মানিকগঞ্জ ও বান্দরবনে শুটিং হবে।
‘শত্রু’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।