খ্যাপাটে দৃষ্টিতে অন্য রকম নাসির, এবার কোন সিনেমা নিয়ে আসছেন?
‘মহানগর, সিন্ডিকেট, মাইশেলফ অ্যালেন স্বপন বা পরান, হাওয়া, প্রহেলিকার মতো কাজগুলো অভিনেতা হিসেবে নাসির উদ্দিন খানকে নিয়ে গেছে মানুষের কাছাকাছি। বলা যায়, ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেতা।
কিন্তু অভিনেতা হিসেবে নাসির উদ্দিন খানের সেরাটা এখনো দেওয়ার বাকি। এবার সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ (দ্য রেসলার) ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।
এর আগে নাসির উদ্দিন খান নিজেই এই ছবি সম্পর্কে বলেছেন, এটি একটি ‘ধ্রুপদি’ ছবি। চরিত্রটি ঠিক কি, এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি পরিচালক। তবে ছবির একটি দৃশ্যে তাঁর অদ্ভুত খ্যাপাটে দৃষ্টি জানান দিচ্ছে ‘বলী’ ছবিতে এই চরিত্র অন্য সব চরিত্রের চেয়ে আলাদা।
‘বলী’ ছবিতে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। আপাতত শুধু এটুকু জানালেন পরিচালক। ‘“বলী” একই সঙ্গে খুবই আঞ্চলিক ও আন্তর্জাতিক একটি সিনেমা আমার মনে হয়েছে। ক্ল্যাসিক সিনেমা হয়ে ওঠার সব সম্ভাবনা এই সিনেমার গল্পে আছে—এটা আমি বিশ্বাস করি’ বলছিলেন নাসির উদ্দিন। ছবির গল্প বা এই ছবিতে নিজের চরিত্র নিয়ে এর বেশি বলতে রাজি নন নাসির উদ্দিন খান। ‘বলী’ ছবিটি এই বছরের শেষে হলে আসার জন্য তৈরি বলে জানিয়েছেন নির্মাতা।
গত বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। তারও আগে লম্বা সময় নিয়ে চলেছে ছবির অডিশন। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এই সিনেমায়।
২০২০–২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় এই সিনেমা। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র ফান্ডের একটি হুবার্ট বলস ফান্ডের প্রাথমিক বাছাইয়ে মনোনীত হয় ‘বলী’ (দ্য রেসলার) ছবির চিত্রনাট্য, চূড়ান্ত পর্ব পর্যন্ত লড়েছে ভারতের এনএফডিসি ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটে। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান।