২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘তুমি কি এই চরিত্রের জন্য আলাদা কোর্স করেছ’

‘ক্যাসিনো’ সিনেমার পোস্টার
ফেসবুক থেকে

গত সপ্তাহে ঘোষণা আসে, ঈদুল আজহায় মুক্তি পাবে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। কিন্তু সেন্সর বোর্ড থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ঈদে মুক্তির ব্যাপারে কিছুটা অনিশ্চয়তাও ছিল ছবিটির। এবার তা দূর হলো। আজ রোববার বিকেলে বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন। সন্ধ্যায় মেলে মুক্তির অনুমতি। এখন ঈদে মুক্তির তালিকায় চূড়ান্ত হলো ছবিটি।

আরও পড়ুন

ছবির পরিচালক সৈকত নাসির বলেন, ‘বেশ কয়েক দিন আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। আজ ছবিটি দেখে কোনো সমস্যা ছাড়াই পাস করে দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। আশা করছি, আগামীকালের মধ্যে সনদপত্র হাতে পাব। কিছু সদস্য আমাকে ফোনে খবরটি জানিয়েছেন। ছবিটির প্রশংসা করেছেন তাঁরা।’

সৈকত নাসির আরও বলেন, ‘আমরা আগেই ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ছবিটি নিয়ে একটু ঢিমেতালে ছিলাম। এখন সেন্সর পেয়ে গেছি, জোরেশোরে প্রচার চালিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে নিতে চাই।’

‘ক্যাসিনো’ সিনেমার পোস্টার
ফেসবুক থেকে

সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও সেন্সর বোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরুও। তিনি বলেন, ‘দেখার পর “ক্যাসিনো”কে ঈদের ছবি মনে হয়েছে। সেন্সরে প্রিভিউয়ের সময় কোনো কোনো সিনেমাকে সিনেমা মনে হয় না। এটিকে সত্যিকারেরই সিনেমা মনে হয়েছে। মনে হয়েছে, ঈদের অন্যান্য ছবির সঙ্গে ফাইট দিতে পারবে।’

২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচার নিয়ে ছবিটির গল্প।

ছবিটিতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন নিরব। তিনি জানান, এটি তাঁর জন্য একটা আলাদা গল্পের, আলাদা চরিত্রের ছবি। নিরব বলেন, ‘সরকারি পোশাক পরে অভিনয়ের একটা আলাদা ব্যাপার আছে। এই ছবিতে আমার পোশাকআশাক থেকে শুরু করে গেটআপ, চলাফেরা, কথা বলা—সবই আলাদা ছিল। ফলে ছবিটির জন্য আমাকে বাড়তি সময় দিতে হয়েছে।’

এই নায়ক আরও বলেন, ‘ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের অন্যতম সদস্য খসরু ভাই আমাকে ফোন করেছিলেন। তাঁর চোখে নাকি আমাকে নতুন নিরব মনে হয়েছে। তিনি বলেছেন, “নিরব, তুমি কি এই চরিত্রের জন্য আলাদা কোর্স করেছ?” খসরু ভাইয়ের মুখে এ কথা শুনে নিজেকে সার্থক মনে করছি।’

‘ক্যাসিনো’ সিনেমার দৃশ্য
ফেসবুক থেকে

জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ এ পর্যন্ত ১৬টি হল চূড়ান্ত হয়েছে। আরও বাড়তে পারে।

এই ছবিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।