টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা—
১ / ৪
ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর এখন পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। মাঝেমধ্যে সময় পেলে ঢাকায় আসেন। নতুন কাজকর্মের জন্য খবরে না এলেও ফেসবুকে বেশ সরব এই তারকা। প্রায়ই নানা রকম পোস্ট দিয়ে থাকেন। আজ সোমবার নিজের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘সৌন্দর্য হচ্ছে শক্তি, হাসি তার তরবারি।’
২ / ৪
বিপিএলে এবারের আসরে ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় আছেন শাকিব খান। এই ঢালিউড তারকার দল কেনার কারণে বিপিএল ঘিরে আগ্রহটা লক্ষ করা গেছে অন্যবারের তুলনায় বেশি। এদিকে শুরু থেকেই হতাশ করেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। টানা কয়েক ম্যাচ হেরেছে। এরপর গতকাল রোববার দারুণ ছন্দে ফিরেছে দলটি। দলের এভাবে ফিরে আসায় শাকিব খানকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এই মুহূর্তে ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ে অবস্থান করছেন শাকিব খান। দলের জয়ের খবরে তাঁর ভেরিফায়েড ফেসবুকে লেখা হয়েছে, ‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। বিপিএলে পার্টনারশিপের ইতিহাস গড়ল। প্রতিপক্ষকে বরবাদ করে ঢাকা ক্যাপিটালসের রাজকীয় জয়।’
৩ / ৪
অভিনয়ে শাহরিয়ার নাজিম জয় আলোচিত ছিলেন। অভিনয়ে বিরতির পর ফেরেন উপস্থাপনায়। এই মাধ্যমে জয় সবচেয়ে বেশি আলোচিত যেমন হয়েছেন, তেমনি সমালোচিতও হয়েছেন। এক ফেসবুক পোস্টে জয় জানালেন, তাঁর অভিনয়জীবনের ২৫ বছর পার করেছেন। তিনি লিখেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানা উত্থান-পতন, সাফল্য ও ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ্, যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?’
৪ / ৪
অভিনয়শিল্পী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, ‘আমি প্রতিবারই জেনে, বিশ্বাস করে ঠকেছি। আমি জানতাম ঠকব, কিন্তু নতুন বিশ্বাস তৈরির আশায় সব অবিশ্বাসের কষ্ট ভুলে আবার বিশ্বাস করেছি! ঠকেছি…।’