ঈদে কি নিশ্চিত শাকিবের ‘অন্তরাত্মা’, কী বললেন প্রযোজক
চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমা রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে ‘অন্তরাত্মা’। সেই সিনেমা এবার ঈদ ঘিরে হঠাৎ আলোচনায় এসেছে।
জানা যায়, সেন্সরে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। তার পর থেকেই সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপ ও সিনেমাপ্রেমীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর যথেষ্ট কারণ রয়েছে। কেউ কেউ বলছেন, ঈদ থেকে সরে যেতে পারে শাকিব খানের ‘বরবাদ’। সেই জায়গায় শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই জন্যই তড়িঘড়ি করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে।
সোহানী জানান, তাঁরা কাজ শেষ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন সিনেমাটি মুক্তির জন্য, কিন্তু করোনার পর শাকিব অন্য সিনেমায় যুক্ত হলে আটকে যায় ‘অন্তরাত্মা’ সিনেমার ভবিষ্যৎ। বিভিন্ন সময় প্রতিযোগিতার মাঠে শাকিবও চাননি সিনেমাটি মুক্তি পাক। কারণ, একাধিক সিনেমার সঙ্গে মুক্তি পেলে সিনেমাটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এ জন্যই অপেক্ষায় ছিলেন এই প্রযোজক। এই প্রযোজকের ভাষ্যে, ‘আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম। অপেক্ষায় ছিলাম সেন্সরে জমা দেওয়ার জন্য। কিন্তু সেন্সর নিয়ে বসে থাকতে চাইনি। আমাদের চাওয়া ছিল, সিনেমা সেন্সর হবে, সেটাকে পরে বসিয়ে না রেখে সিনেমা হলে মুক্তি দেওয়া। কিন্তু সেই সুযোগই করোনার পর স্বাভাবিক সময়ে পাচ্ছিলাম না। আমার ব্যবসায়িক কারণসহ বেশ কিছু কারণে বারবার আমাদের পিছিয়ে আসতে হয়েছে।’
শোনা যাচ্ছে, আপনাদের সিনেমাটি ঈদে মুক্তি পাবে? আপনারা কি সেই প্রক্রিয়ায় এগোচ্ছেন? এমন প্রশ্ন শুনে এই প্রযোজক বলেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। সিনেমাটি তারা দেখেছে ও প্রশংসা করেছে। আমরা দু–এক দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাব। এখন সেভাবেই হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত, আমরা এই ঈদেই আসছি।’
‘অন্তরাত্মা’ সিনেমার পরিচালনা করেছেন ওয়াজেদ আলী। তিনি পাবনায় সিনেমাটির শুটিং শুরু করার পর থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। সেই সময় শুটিং ঘিরে একের পর এক খবরের শিরোনাম হন শাকিব খান। তারপর মুক্তির নিয়ে দেরি হওয়ায় সিনেমাটি অনেকটাই আলোচনার বাইরে রয়েছে। ঈদে মুক্তির ওপর জোর দিলেও এখনো সিনেমাটি কোনো পোস্টার টিজার বা ট্রেলার প্রকাশ করেন প্রযোজনা প্রতিষ্ঠান।
চার বছর আগের সিনেমা। ইতিমধ্যে শাকিব খান একের পর এক ভিন্ন লুকে বাজিমাত করেছেন। আলোচিত হয়েছে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সিনেমাগুলো। ‘সেখানে ‘অন্তরাত্মা’ কেন দেখবেন দর্শক, ঈদের সিনেমায় দৌড়ে এগিয়ে থাকতে পারবে সিনেমাটি?’ এমন প্রশ্নে প্রযোজক সোহানী বলেন, ‘আমাদের সিনেমাটি একদম পারিবারিক গল্পের। এটা আমাদের নিজস্ব একটি গল্প। গ্রামীণ পটভূমিতে নির্মিত। সিনেমার গল্প যেমন সুন্দর, তেমনি সিনেমায় চারটি গান রয়েছে। সব কটি গান দর্শকেরা পছন্দ করবেন। সিনেমাটি দর্শক গ্রহণ করবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত।’
সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা পর্যন্ত জমা পড়েনি ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। অন্যদিকে ‘অন্তরাত্মা’ নিয়ে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘আমরা বোর্ডের সদস্যরা “অন্তরাত্মা” সিনেমাটি দেখেছি। এটি নিয়ে কোনো জটিলতা নেই। কাল বা পরশু দিনের মধ্যে সেন্সর সনদপ্রাপ্তির বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আমরা সবাই চাই, ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে, এটা নিয়ে এই মুহূর্তে সিনেমা হলগুলো মুখর থাকুক।’ `অন্তরাত্মা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা বণিক।