গানে গানে বুবলী–সিয়ামের রোমান্স
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বুবলী, সিয়াম ও দীঘি অভিনীত ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই ছবির পোস্টার, টিজার ও গান আগেও প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার নতুন গান। আজ দুপুরে টাইগার মিডিয়ার ইউটিউবে গানটি প্রকাশিত হয়। ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটিতে শবনম বুবলী ও সিয়াম আহমেদের রোমান্স ফুটে উঠেছে। জানা গেছে, ঢাকার অদূরে মানিকগঞ্জে এই গানের দৃশ্য ধারণ হয়েছে।
গানটির সুরকার প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘পরিচালক রাহিম, জংলি টিম চেয়েছিল, নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মতো একটা দ্বৈত গান। আমার মতো করে করেছি। আশা করছি, ভালো লাগবে।’
এদিকে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ বাড়াতে নানা ধরনের কৌশল অবলম্বন করছেন ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। তারই অংশ হিসেবে ‘জংলি’ রূপে লুঙ্গি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন বুবলী। ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করে বুবলী ক্যাপশন দিয়েছিলেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয়? বুবলী এমন ছবি প্রকাশ করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তাঁর এমন লুকের প্রশংসা করছেন।
নতুন সিনেমা নিয়ে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্য রকম। দর্শক মুগ্ধ হবে।’ পরিচালক এম রাহিম বলেন, ‘জংলি যে ধরনের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি, ঈদে দারুণ কিছু উপহার দিতে পারব।’
‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান।