মোশাররফ করিম কেন হুইলচেয়ারে

হুইলচেয়ারে করে ‘চক্কর ৩০২’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন মোশাররফ করিমকোলাজ

পায়ে ব্যান্ডেজ, হুইলচেয়ারে মোশাররফ করিম। এভাবে তাঁকে কেউ জনসমক্ষে দেখেনি। গতকাল শনিবার তাঁকে এভাবেই দেখেন ‘চক্কর ৩০২’ ছবির প্রিমিয়ারে আসা অতিথিরা। এভাবে মোশাররফ করিমকে দেখে শুরুতে অবাক হন সবাই। কেউ কেউ এমনও ভেবেছেন, ছবির প্রচারণার কৌশল! পরে অবশ্য মোশাররফ করিমের সঙ্গে কথা হয় প্রথম আলোর। জানা গেছে, দুই সপ্তাহ আগে তাঁর পায়ে একটি অস্ত্রোপচার হয়। সপ্তাহখানেক আগে আরেকটি অস্ত্রোপচার হয়েছে। তাই ব্যান্ডজ পরে হুইলচেয়ারে চলাচল করতে হচ্ছে।

সিনেমার প্রচারণার ভিডিওতে মোশাররফ করিম ও শরাফ আহমেদ জীবন। নির্মাতার সৌজন্যে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সময়–সুযোগ পেলে চলচ্চিত্রে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ছবি ‘চক্কর ৩০২’। ইতিমধ্যে ট্রেলারে বেশ সাড়াও ফেলেছে এটি। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিনেমার বিশেষ প্রদর্শনী। বিনোদন অঙ্গনের তারকাদের পাশাপাশি পরিচালক–প্রযোজকেরা সেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। আর সেখানে হুইলচেয়ারে মোশাররফ করিমকে দেখে উপস্থিত সবাই ঘাবড়ে যান।

আরও পড়ুন
মোশাররফ করিম
ছবি : প্রথম আলো

ঢাকার বিমানবন্দর সড়কসংলগ্ন সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হয়েছে। সেখানে নির্মাতা শরাফ আহমেদ, যাকে সবাই জীবন নামে চেনেন, তাঁর পরিচালিত ঈদের সিনেমা ‘চক্কর ৩০২’–এর প্রিমিয়ার শো হয়। এই সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মোশাররফ করিম।

পায়ে ব্যান্ডেজ নিয়ে বিশেষ প্রদর্শনীতে আসার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমার পায়ের গোড়ালির ওপর একটি টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসক পরামর্শ দেন, এটি অস্ত্রোপচার করে সারাতে হবে। ১৩ মার্চ অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়। এরপর একই পায়ে একটি ফোড়া হয়। ফোড়ার এমন অবস্থা হয় একটা সময় ফেটে যায়, যা ক্ষতের সৃষ্টি করে। তাই সব মিলিয়ে পায়ে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। এদিকে ঈদে যেহেতু “চক্কর” মুক্তি পাচ্ছে, সবাইকে বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই ভাবলাম, নিজের কিছুটা কষ্ট হলেও যাই। সবার সঙ্গে দেখা হলো। একটা ভালো ছবি সবাই একসঙ্গে বসে দেখার অভিজ্ঞতাও থাকল।’

‘চক্কর ৩০২’ ছবির পোস্টারে মোশাররফ করিমসহ অন্য অভিনয়শিল্পীরা

এদিকে ‘চক্কর ৩০২’ ছবির পরিচালক শরাফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি আজকের প্রিমিয়ারে আসবেন, এটা আমরা কল্পনাও করিনি। তিনি তাঁর ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এ জন্যই তিনি সেরা। এ জন্যই তিনি মোশাররফ করিম। একজন নির্মাতা হিসেবে বলতে পারি, এ দেশে তাঁর মতো ডেডিকেটেড অভিনেতা পাওয়া সত্যিই কঠিন।’

মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটি যাঁরা দেখেছেন, তাঁরাই বলতে পারবেন কেমন হয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ, জীবন সবার থেকে অভিনয় আদায় করে নিয়েছেন। এ ছাড়া এখানে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন। তাঁরা কিন্তু কোনো অংশেই কম করেনি। ওদের নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’

আরও পড়ুন

‘চক্কর ৩০২’ ছবির প্রিমিয়ার শোতে অতিথিদের মধ্যে ছিলেন আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, চয়নিকা চৌধুরী, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আইশা খান এবং ছবিটির অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনাক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত প্রমুখ।