আসলেই কি শাকিবের নায়িকা সাবিলা? যা বললেন প্রযোজক
চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং। রায়হান রাফী পরিচালিত সিনেমায় ইতিমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, জয়া আহসানেরা। সেই সিনেমা নিয়ে হঠাৎ করেই চাউর হয়, এবার শাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এই নিয়ে জানতে যোগাযোগ করা হয় সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল সঙ্গে।
‘তাণ্ডব’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। চরিত্রের গুরুত্বের দিক থেকে পরে রয়েছেন জয়া আহসান। পরবর্তীকালে সিনেমায় দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন, সেটা নিয়েই চলছে কানাঘুষা। এই প্রসঙ্গে শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেন, ‘আমি সাবিলার নাম আপনাদের কাছ থেকেই শুনলাম। কিছু নিউজেও দেখলাম আমাদের সিনেমায় সাবিলা অভিনয় করছে। আমাদের সিনেমার কাস্টিং নিয়ে প্রতিবারই সবার আগ্রহ থাকে। অনেকে নায়িকা বানিয়ে ফেলে। সেভাবেই তারা এখনো নিউজ করছে। সাবিলা শাকিবের নায়িকা হয়েছে, সেই খবর আমাদের কাছে এখনো নাই।’
তাহলে কি সাবিলা নূর আপনাদের সিনেমায় অভিনয় করছেন না? ‘আমাদের সিনেমার জন্য দ্বিতীয় এই নায়িকার চরিত্রটি নিয়ে এখনো আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। প্রাথমিকভাবে আমরা পাঁচ থেকে ছয়জনের নামের প্রাথমিক একটা কাস্টিং তৈরি করেছি। সেখানে সাবিলার নাম থাকা অস্বাভাবিক কিছু নয়। তিনিও তো ভালো একজন শিল্পী। কিন্তু সিনেমায় অভিনয় করছেন কি না, সেটা এখনো চূড়ান্ত নয়। এই নিয়ে কারও সঙ্গেই চূড়ান্ত কথা হয়নি। গল্প ও চরিত্র অনুযায়ী যে যাবে, তাকেই নেওয়া হবে। যেহেতু ঈদের পর সেই চরিত্রের শুটিং, তখনই আমরা ফাইনাল করে জানাব।’
এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব ও জয়া আহসানকে। দীর্ঘ বিরতির পর তাঁরাই তাণ্ডব দিয়ে ফিরছেন। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। সেভাবেই এগিয়ে যাবে সিনেমার শুটিং। প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের জন্য চার দিনের বিরতি ছাড়া টানা এপ্রিল পর্যন্ত চলবে শুটিং। প্রযোজক জানান, সিনেমার গল্প একটি টেলিভিশন স্টেশনকে ঘিরে আবর্তিত হয়েছে। গল্পের প্রেক্ষাপট টেলিভিশন স্টেশন থেকে দর্শকদের নিয়ে যাবে আলাদা এক জগতে।
শাকিল বলেন, ‘এটা অনেকেই মনগড়া কথা লিখছে। কারণ, তাণ্ডব সিনেমায় টেলিভিশন সেন্টারে হামলার মতো কোনো ঘটনা নাই। এ ছাড়া এখানে আফরান নিশোও নাই।’ তবে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমায় সাবিলা নূর ও শরীফুল রাজ অভিনয় করার কথা চূড়ান্ত হয়েছে। এই নিয়ে অবশ্য তাঁরা কোনো মন্তব্য করেননি।
এদিকে ঈদে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটিতে শাকিবের নায়িকা দর্শনা বণিক ও ইধিকা পাল।