চলচ্চিত্র দিবসে এফডিসিতে প্রবেশ নিষেধ

জাতীয় চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে র‍্যালির বাইরে আর কোনো আয়োজন হয়নিএফডিসি

জাতীয় চলচ্চিত্র দিবস আজ। ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন করা হয়। এর পর থেকে প্রতিবছর দিনটি উদ্‌যাপন করা হয়। প্রতিবছর দিনটি ঘিরে বিভিন্ন আয়োজন থাকলেও এবার তেমন আয়োজন চোখে পড়েনি।

জাতীয় চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে র‍্যালির বাইরে আর কোনো আয়োজন হয়নি। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শেষ হয় প্রধান ফটকে এসে। এর বাইরে চলচ্চিত্র–সংশ্লিষ্ট কোনো সংগঠনেরও কোনো উদ্যোগ চোখে পড়েনি। ঈদের ছুটির কারণে এবার তেমন আয়োজন হয়নি বলে জানিয়েছে বিএফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এবার কি তাহলে চলচ্চিত্র দিবসও গেছে ঈদের ছুটিতে!

এফডিসি
ফাইল ছবি

সরেজমিনে দিবসটির আয়োজন দেখতে বিএফডিসিতে গেলে প্রধান ফটকে চোখে পড়ে চলচ্চিত্র দিবসের দুটি ব্যানার। আয়োজন দেখতে ভেতরে ঢোকার সময় অনুমতি নেই বলে জানান নিরাপত্তাকর্মীরা। জানানো হয়, ঈদের ছুটির জন্য শনিবার পর্যন্ত প্রবেশ করা যাবে না সেখানে। সে সময় সংবাদকর্মী পরিচয় দিয়ে ঢোকা যায়নি সেখানে। বিষয়টি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের নজরে আনলে তিনি জানান, নিরাপত্তা ও চুরি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলচ্চিত্র দিবসের আয়োজন নিয়ে মাসুমা রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটির জন্য তেমন কোনো আয়োজন এবার হয়নি। আমরা একটি র‌্যালির আয়োজন করেছিলাম।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরীকে একাধিক ফোনকল করা হলেও তিনি তা গ্রহণ করেননি। কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার ঈদের ছুটিতে সবাই। প্রতিবছর এফডিসির আয়োজনে আমরা অংশ নিলেও এবার তা হয়নি। সবাই ছুটিতে বিভিন্ন জায়গায় আছেন।’

আরও পড়ুন