মামুনি, তোমার কথা অনেক বেশি মনে পড়ছে...
চলতি বছরের মার্চে মাকে চিরদিনের মতো হারিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। মায়ের মৃত্যুর পর ভালো নেই এই নায়িকা। সব সময়ই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। মা হারানোয় তাঁর শূন্যতাও অপরিসীম। মাকে হারিয়ে যেন সম্পূর্ণ একা হয়ে গেছেন পূজা। আজ শুক্রবার দুপুরে মা ঝর্ণা রায়কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা। নায়িকার আবেগঘন পোস্ট আপ্লুত করেছে নেটিজেনদের।
ফেসবুক পোস্টে পূজা লিখেছেন, ‘মামুনি, তোমার কথা অনেক বেশি মনে পড়ছে...। থেকো কিন্তু আমার সাথে মা।’
চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরু থেকেই সব সময় মাকে পাশে পেয়েছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। মায়ের সহযোগিতার এ কথা সব সময় গণমাধ্যমের সামনে এনেছেন পূজা।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বাসার পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পূজার মা ঝর্ণা রায়কে। সেখানে তিনি ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গত ২৪ মার্চ অসুস্থ হয়ে পড়লে বাসায় তাঁর মৃত্যু হয়। অসময়ে মাকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তরুণ এই নায়িকা। বিভিন্ন সময় নিজের ফেসবুকে মাকে নিয়ে নানান অনুভূতির কথা লিখছেন তিনি।