অপুকেই কি খোঁচা দিলেন পরীমনি

অপু বিশ্বাস ও পরীমনিকোলাজ

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আলোচিত নায়িকা পরীমনি বারবার বোঝানোর চেষ্টা করেন, তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই তারকার ফেসবুক অনুসারীরাও তেমনটাই দেখে আসছেন। কিন্তু নিজের ফেসবুকে পরোক্ষভাবে অপু বিশ্বাসকে খোঁচা দিয়েছেন পরী। দুজনের ভক্ত–অনুসারীরা এ নিয়ে ফেসবুকে পক্ষে–বিপক্ষে মত দিচ্ছেন।

পরীমনি
ছবি : পরীমনির ফেসবুক থেকে

গতকাল শনিবার পরীমনি তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তা–ও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবা গো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক শো এর থেকে ভালো রিলস বানায় র‍্যানডমলি (প্রতিনিয়ত)! এক “বরবাদ” (শাকিব খানের নতুন সিনেমা) যে তোমাদের মতোন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে টান দেয়, সেটা আর বলতে।’

অপু বিশ্বাস

২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’–এর টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের সেই টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস। এদিকে ‘বরবাদ’–এর টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়াও।

ইঙ্গিতে পরীমনি সেই ‘বরবাদ’ প্রসঙ্গও টেনে এনেছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। পরীমনি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘অহংকার আর আত্ম-অহংকারের তফাত বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো।’

আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমনি।
ছবি : প্রথম আলো

অনেকেই ভাবতে পারেন, এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যাঁরা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন, তাঁরা ঘটনা ঠিকই মেলাচ্ছেন। কারণ, অপু বিশ্বাস আগের দিন শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই পোস্টে একটি ঘোষণা ছিল যে ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায়। যেখানে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে দেখা গেছে। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেন। এরপরই পরীমনির এমন স্ট্যাটাস!

আরও পড়ুন
অপু বিশ্বাস
ছবি : প্রথম আলো

এদিকে পরীমনির স্ট্যাটাস যে অপুকে খোঁচা মেরেই, তা অনেকটাই অনুমান করা যাচ্ছে। পরীর পোস্টে মন্তব্য করতেও দেখা গেছে অনুরাগীদের। কেউ কেউ লিখেছেন, ‘অপুকে খোঁচা দিলেন পরী।’ তবে কি দুই নায়িকার সুন্দর সম্পর্কে ফাটল ধরেছে? এর নেপথ্যে কী? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তবে দুই তারকার কেউই এ বিষয়ে সরাসরি নাম উল্লেখ করে আর কোনো মন্তব্য করেননি।