দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’
এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই ছবির সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও পরে ছবিটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তি নবম দিনে এসে প্রদর্শনী বাড়ানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান।
ঈদুল ফিতরে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। ‘জংলি’ ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাই বারবার প্রদর্শনী বাড়ানোর দাবিও তোলা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় যদি তিনটি করেও প্রদর্শনী দেওয়া হয়, তা–ও হাউসফুল যাবে ছবিটি। তবে ২১টি প্রদর্শনী না পেলেও ৭ থেকে ১৪টি প্রদর্শনী হয়েছে এই ছবির।
জাহিদ হাসান জানান, ‘এটা গল্পের সিনেমা, এক সপ্তাহে তা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে “জংলি” দেখছেন। দর্শকেরা ছবিটির ইতিবাচক রিভিউ দিচ্ছেন; যা আমাদের জন্য বড় প্রাপ্তির। এমন একটি গল্পের ছবির শো কমিয়ে রাখা হয়েছিল এত দিন। সিনেপ্লেক্সের সব কটি শাখায় আমাদের মাত্র সাতটি শো দিয়েছিল। অথচ সব কটি শোর টিকিট অগ্রিম আগেই বিক্রি হয়ে যাচ্ছিল। এরপরও শো বাড়ানো হচ্ছিল না। অথচ ঈদের ছবির মধ্যে আলোচনায় ছিল “জংলি”। দর্শকদের ভালো লাগা আর চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনী দ্বিগুণ করা ভালো লেগেছে। আমি বলতে চাই, আরও বাড়ালেও “জংলি” হাউসফুল যাবে।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষে থেকে জানা যায়, ঈদের দিন ‘জংলি’র সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে নয়টি করা হয়। চতুর্থ দিনে নামিয়ে আনা হয় ৬টিতে। অষ্টম দিনে এসে ৮ এবং নবম দিনে এসে সিনেমাটির প্রদর্শনী দেওয়া হয়েছে ১৪টি—যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ। ‘জংলি’ সিনেমা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।
পরিচালক এম রাহিম বলেন, ‘“জংলি” দারুণ একটি গল্পের সিনেমা—শুরু থেকেই বলে আসছি। মুক্তির দিন থেকে দর্শকদের চাহিদাও তুঙ্গে ছিল। অথচ আমাদের শো কম দেওয়া হয়, বারবার বলার পরও তারা শো বাড়াল না। কিন্তু আমি বিশ্বাস করি, ভালো সিনেমা হলে দর্শকদের কাছে সেটি গুরুত্ব পাবেই। শেষ অবধি সেটাই ঘটছে। দর্শকেরা “জংলি” দেখছেন; শুধু দেখছেন না, পরিবারের অন্য সদস্যদেরও দেখার জন্য বলছেন। এটিই আমাদের বড় প্রাপ্তি।’
সিয়াম, বুবলী ও দীঘি ছাড়া ‘জংলি’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে—মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।