অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র, ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ ভিডিও নিয়ে ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীপ্রথম আলো

ছাত্র-জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলিতে ৪০১ জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯ জনই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এ ছাড়া ২ জনের দুই চোখে ও ৪২ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। চোখ হারানো এসব মানুষকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র গত রাতে শেয়ার করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে।

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ নামের সেই ভিডিও আজ শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে গতকাল সন্ধ্যায় শপথ নেওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই নির্মাতা।

আজ সকালে ভিডিও শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে, আমরা ততবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দেব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’

শেয়ার করার পর ভিডিওর নিচে মন্তব্য করেছেন অনেকে। অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠল...তাদের চোখগুলোর বিনিময়ে হলেও যেন আমরা আলোকিত বাংলাদেশ গড়তে একতাবদ্ধ হই।’

আরও পড়ুন