পাকা চুল, ভাঁজ পড়েছে চামড়ায়...এ কোন শাকিব
ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করলেও এবার ‘প্রিয়তমা’য় ভিন্ন এক লুকে দর্শককে চমকে দিলেন শাকিব খান। এই প্রথম বৃদ্ধ বয়সের লুকে দেখা গেল শাকিবকে। প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমার তৃতীয় লুক পোস্টার। সেখানে শাকিবকে নতুন এই লুকে দেখা যায়।
বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় এই পোস্টার। শাকিব খান নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন এই লুকের পোস্টার। পোস্টারে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে বসে আছেন এক বৃদ্ধ। চেহারায় স্পষ্ট বয়সের ছাপ, ভাঁজ পড়ে গেছে মুখ ও শরীরের চামড়ায়। সাদা–পাকা লম্বা চুল। ক্যাপশনে লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়...’
এরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শক। দুই ঘণ্টা না পেরোতেই ১ লাখ রিঅ্যাকশন এবং ১৫ হাজার মন্তব্য করা হয় এই পোস্টে। এবং প্রায় তিন হাজার মানুষ পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের পাশাপাশি পরিচালক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীরাও শুভেচ্ছা জানাচ্ছেন শাকিব খানকে। ‘প্রিয়তমা’ ছবির তৃতীয় লুক শেয়ার করে ছবিটির পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’
ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক হিমেল আশরাফও। ইতিমধ্যে শেষ হয়েছে ‘প্রিয়তমা’র শুটিং। এর মধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হলমালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।
পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হলমালিকেরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছেন। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেন্সর পেতে পারেন। তিনি বলেন, আমাদের বিশ্বাস, সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হলের মালিক থেকে দর্শকেরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।
ঈদে মুক্তি পাবে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। গত শনিবারই ৩০ সেকেন্ডের ফার্স্ট লুকে শাকিব খানকে চেনা ছকে, স্টাইলিস্ট রূপে হাজির করা হয়েছিল। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। তিন দিন না পেরোতেই নতুন রূপে ধরা দিলেন তিনি। মুক্তির আগে দর্শককে আরও একবার চমকে দিলেন এই সুপারস্টার।
উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। তাঁর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।