‘অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা’

‘প্রহেলিকা’ ছবির গানের শুটিংয়ে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী
ছবি : সংগৃহীত

অবশেষে শেষ হচ্ছে মাহফুজ আহমেদের বড় পর্দায় ফেরার অপেক্ষার পালা। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে এ সিনেমার ক্যারেক্টার লুক পোস্টার। এ পোস্টারে ভয়ংকর এক লুকে ধরা দিয়েছেন মাহফুজ। পোস্টার প্রকাশের সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমা মুক্তির সময়।
ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে দীর্ঘ আট বছরের বিরতির পর মনা হয়ে ফিরছেন রোমান্টিক অভিনেতা খ্যাতি পাওয়া মাহফুজ আহমেদ। তবে তাঁর ক্যারেক্টার লুক দিচ্ছে অন্য বার্তা। এর আগে প্রকাশ পেয়েছিল সিনেমার গান ‘মেঘের নৌকা’।

গানে মাহফুজকে নায়িকা বুবলীর সঙ্গে দেখা গেছে চিরচেনা রোমান্টিক মেজাজে। গানটি বেশ সাড়াও ফেলেছিল দর্শক মহলে।

আরও পড়ুন

এ গান দেখে যারা ভেবেছিল সিনেমাটি রোমান্টিক হবে, ক্যারেক্টার লুক পোস্টার দেখে তাদের ধারণা বদলে যাওয়ার কথা।

‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী
ছবি : সংগৃহীত

এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বললেন, ‘এটি “প্রহেলিকা”তে আমার “ক্যারেক্টার লুক” পোস্টার। এর আগে সিনেমার “মেঘের নৌকা” গানটি দেখার পর যাঁরা মনে করেছেন এটি হয়তো রোমান্টিক ছবি, এ পোস্টার দেখে তাঁদের ধারণা বদলে যাবে। এই সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা শুধু হলে গিয়ে সিনেমা দেখার পর বুঝতে পারবেন দর্শক।’

সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত দ্বিতীয় সিনেমা। চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। আমাদের মাহফুজ হচ্ছেন প্রহেলিকার মনা। এই সিনেমায় তাঁর অভিনয়ের অন্যরকম জাদু দেখতে পাবেন দর্শক। সব ঠিক থাকলে ছবিটি আমরা আগামী ঈদে মুক্তি দিচ্ছি।’

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

‘প্রহেলিকা’র ক্যারেক্টার লুক পোস্টার
ফেসবুক

এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এতে তাঁর বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।