তাঁদের অন্য রকম হ্যাটট্রিক

দীপান্বিতা মার্টিন ও মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক

‘মানুষের বাগান’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তাঁরা। সেই জুটিকেই পরে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায় আবার দেখা যায়। সেই থেকেই তাঁরা হয়ে ওঠেন একে অপরের পছন্দের শিল্পী। একসঙ্গে কয়েক বছর ধরেই সিনেমায় নাম লেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না। সেই মোস্তফা মন্ওয়ার ও দীপান্বিতা মার্টিন এবার আরও একটি সিনেমায় নাম লেখালেন। ‘দ্য ক্লাউডস ওক নো ক্লোকস’ জুটি হিসেবে তাঁদের হ্যাটট্রিক ছবি। ভারতীয় এ সিনেমা পরিচালনা করেছেন অনিকেত দত্ত।

দীপান্বিতা মার্টিন। ছবি: শিল্পীর সৌজন্যে

তিন বছর আগের কথা। সেবার বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরে ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবেও প্রতিযোগিতা করে পায়ের তলায় মাটি নাই। সেখানে সিনেমাটি দেখেন অনিকেত দত্ত ও তাঁর প্রযোজক। ছবিতে বাংলাদেশের এই জুটির অভিনয় তাঁদের ভালো লেগে যায়। একসময় সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই তাঁদের বন্ধুত্ব হয়ে যায়।

সেই সময়ের কথা স্মরণ করে দীপান্বিতা মার্টিন বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক আগে পরিচালক ও প্রযোজক রোশনী সেনের সঙ্গে কথা হয়। তাঁরা আমাদের জুটির অভিনয়ের প্রশংসা করেন। সে সময় তাঁরা সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন, সেটাও জানান। এর মধ্যেই দুই বছর আগে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা হয়। সেটা নিয়ে আমার মত প্রকাশ করি। তাঁরা যেটা চাচ্ছিলেন, ঠিক সেটাই আমি ধরতে পারি। পরে তাঁরা সরাসরি অভিনয়ের প্রস্তাব দেন।’

একে তো আন্তর্জাতিক প্রযোজনার সিনেমা, এ ছাড়া সহশিল্পী হিসেবে রয়েছেন মোস্তফা মন্ওয়ার; ফলে না করার প্রশ্নই নেই। ‘কবির (মোস্তফা মন্ওয়ার) ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। একসঙ্গে দুই সিনেমায় কাজ করার পর আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, ভাইয়ের সঙ্গে আবার অভিনয় করার। এই নিয়ে আমাদের একাধিকবার কথাও হয়েছে। কিন্তু কাজ হচ্ছিল না,’ বলেন দ্বীপান্বিতা। ফলে প্রস্তাবটি পাওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেন তিনি।

সিনেমায় অন্যতম প্রযোজক সিঙ্গাপুরের জেরেমি চুয়া। তিনি এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর সিনেমাটি প্রযোজনা করেন। দেখেছেন মোস্তফা মন্ওয়ারকে নিয়ে নির্মিত সাদের আরেক সিনেমা লাইভ ফ্রম ঢাকাও। সিনেমা দেখেই চুয়া তাঁকে পছন্দ করেন বলে জানান মন্‌ওয়ার।

মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক

মোস্তফা মন্ওয়ার বলেন, ‘জেরেমি ও অনিকেত দত্ত আমার সিনেমাগুলো দেখেছেন। পরে দুই থেকে তিন বছর আগে তিনি অভিনয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। গল্পটি ভালো লাগে। আরও আগেই শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু জটিলতায় সেটা হয়নি। হয়তো আগামী বছর শুটিং হবে। শরণার্থীদের ভারতে স্থায়ী হওয়া নিয়ে গল্প। এখানে আমাদের জুটিকে নতুন করে আবিষ্কার করবেন দর্শকেরা।’

দীপান্বিতা ও মন্‌ওয়ার অভিনীত প্রথম সিনেমা মানুষের বাগান এখনো মুক্তি পায়নি। পরের ছবি পায়ের তলায় মাটি নাই অবশ্য মুক্তি পেয়ে গেছে। দীপান্বিতার সঙ্গে তৃতীয়বারের মতো জুটি হওয়া নিয়ে মন্ওয়ার বলেন, ‘দীপান্বিতার সঙ্গে আমার রসায়নটা ভালো। সে অনেক সৎ ও নিবেদিতপ্রাণ অভিনয়শিল্পী। একসঙ্গে আবার অভিনয়ের অপেক্ষায় ছিলাম আমরা। ভালো শিল্পীর সঙ্গে সবাই অভিনয় করতে চান। এবারের জার্নিও আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

মোস্তফা মন্ওয়ার
ছবি: ফেসবুক

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বাস্তুচ্যুত হয়ে হিমালয়ের পাদদেশে একটি অস্থায়ী শিবিরে বাস করে খালিদ ও শারমীন। গল্পের কেন্দ্রে থাকবে তাদের আট বছরের ছেলে শোয়েব। সেখানে টিকে থাকতে তাদের নতুন করে সংগ্রাম শুরু করতে হয়। এমন গল্প নিয়ে তৈরি হবে দ্য ক্লাউডস ওক নো ক্লোকস।
প্রযোজক জেরেমি চুয়া ভ্যারাইটিকে জানান, গল্পটি স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছে শরণার্থীদের অবস্থানকে মানবিকভাবে তুলে ধরবে। এটি কোনোভাবেই রাজনৈতিক বক্তব্যের গল্প নয়।

জার্মানির ক্রিস্টফ থোকের মেগাদর ফিল্ম ও সেবাস্তিয়ান পপের স্টোকড ফিল্ম সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবির সহপ্রযোজক থোক। বাংলাদেশের আরেক ছবি সাবার সঙ্গেও যুক্ত আছেন তিনি। থোক প্রযোজিত সিনেমা ট্রপিক্যাল মালাডি কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। তাঁর প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য দার্দেন ভাইদের লর্নাস সাইলেন্স। জেরেমি প্রযোজিত সিনেমা ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল কানে গত বছর ক্যামেরা দর জয় করে। এবার তাঁর প্রযোজিত সিনেমা পূজা, স্যার ভেনিস উৎসবে মনোনয়ন পায়। এ ছাড়া সাম্ভালা নামের আরেকটি সিনেমা বার্লিন উৎসবে জায়গা পেয়েছিল। এমন নামি প্রযোজকের সঙ্গে কাজের সুযোগ বড় পাওয়া বল জানান মন্ওয়ার ও দীপান্বিতা।

‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার একটি দৃশ্যে এই জুটি