ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার ব্যাখ্যা দিলেন শাকিব খান

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার ব্যাখ্যা দিয়েছেন শাকিব খান। কোলাজ

চলতি বছরের অন্যতম বড় ব্যবসাসফল সিনেমা ‘তুফান’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি ‘দরদ’ মুক্তির ঘোষণা এসেছে। এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেকটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন শাকিব খান। কাজসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক। সেখানে তিনি কথা বলেছেন বড় তারকার হওয়ার বিড়ম্বনাসহ ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে।

শাকিব খান
ছবি: কবির হোসেন

‘বড় তারকা হওয়ার বিড়ম্বনা কী’, এমন প্রশ্নের অকপট জবাব দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখি ভিত্তিহীন খবর। উদ্ভট সব জিনিস লেখা হয়। যার কোনো সত্যতা নেই, যা কখনো ঘটেনি সেগুলো অনেকে রং মিশিয়ে লিখে দেয়। এখন ভিউ নিয়ে শুধু প্রতিযোগিতা। সেই কারণে এসব হয়ে থাকে। এগুলো মাঝে মাঝে বিরক্তিকর লাগে। এ ছাড়া বিভিন্ন সময় মানুষ কাছে আসার জন্য ঝাঁপিয়ে পড়েন, ঘিরে ধরেন। অস্বস্তি হয় কখনো কখনো। তবে জানি, এটা আসলে ভালোবাসার কারণে হয়। এই ভালোবাসার কারণেই তো আমি।’

একই সাক্ষাৎকারে শাকিব কথা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিদেশে অবস্থান নিয়েও। বিষয়টির ব্যাখ্যাও দেন তিনি। শাকিব খানের ভাষ্য এমন, ‘আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশে গন্ডগোলের আগেই দুবাই সরকার থেকে আমাকে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সি দেওয়ার আমন্ত্রণ জানায়। আগে থেকে পরিকল্পনা ছিল দুবাইয়ের কাজ সেরে ছুটি কাটানোর জন্য দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকব।

আরও পড়ুন
শাকিব খান। ছবি : ফেসবুক থেকে

ওখানে আমার একটা বাসস্থানও রয়েছে। দুবাই গিয়ে প্রথম জানতে পারি দেশের এমন অবস্থা। তৎক্ষণাৎ আমি আমার সামাজিক মাধ্যমে দেশ ও মানুষের পক্ষে থাকার কথা জানিয়েছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় একাধিকবার মানুষের পক্ষে সমর্থন দিয়ে পোস্ট দিয়েছি। আগেও বলেছি, আমি অরাজনৈতিক মানুষ। সব সময় দেশ ও মানুষের পক্ষে এবং তাঁদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি।’

জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে চলচ্চিত্রশিল্পেও। এখন ধীরে ধীরে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘এমন একটা ঘটনার পর সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সব জায়গায় কমবেশি ওলটপালট থাকে। দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে, এটাই স্বাভাবিক।

প্রেক্ষাগৃহে বসে ‘তুফান’ উপভোগ করার মুহুর্তে এভাবেই ক্যামেরাবন্দী হন শাকিব খান
ছবি : এসকে ফিল্মসের সৌজন্যে

সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে। আবার তারাই গড়ে! নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সবকিছু আবার যেভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছে। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।’

‘তুফান’–এ শাকিব খান। চরকি

শাকিব জানান, চলতি মাসেই মুম্বাইতে তাঁর নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শুরু হবে।