রটারড্যাম উৎসবে জয়া, রইল ১০টি ছবি

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

১ / ১০
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় ‘কুসুম’ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অভিনেত্রীর সৌজন্যে
আরও পড়ুন
২ / ১০
উৎসবে অংশ নিতে জয়া এর মধ্যেই পৌঁছে গেছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। জয়ার ফেসবুক থেকে
৩ / ১০
শাড়ি পরে উৎসবে হাজির হয়েছিলেন জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
প্রিমিয়ারের টিকিট হাতে জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
রটারড্যামে জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
গত বছরের ডিসেম্বরে সিনেমাটি যখন রটারড্যামে নির্বাচিত হয়, তখন  প্রতিক্রিয়ায় প্রথম আলোকে জয়া বলেছিলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা আমার জন্য আনন্দের ছিল। ছবিটি রটারড্যাম উৎসবে নির্বাচিত হয়েছে, এটি আমাদের জন্য ভালো লাগার বিষয়।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
গত ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
জয়া আহসান ছাড়া ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। অভিনেত্রীর ফেসবুক থেকে
১০ / ১০
২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে ছবিটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার
অভিনেত্রীর সৌজন্যে