নতুন সিনেমায়, নতুন শিবলু
গত ঈদুল ফিতরে তিনটি ছবি মুক্তি পেয়েছে এরফান মৃধা শিবলুর। ছবিগুলো হলো ‘রাজকুমার’, ‘ওমর’ ও ‘লিপস্টিক’। ছবি তিনটিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক ও অভিনেতা। নতুন আরেকটি ছবির কাজ শেষ করলেন তিনি। ছবির নাম ‘জংলি’। গতকাল শুক্রবার মানিকগঞ্জের লোকেশনে ছবির শুটিং শেষ হলো।
জানা গেছে, ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন শিবলু। এ ধরনের চরিত্রে এটি প্রথম কাজ তাঁর। অনুমতি নিয়ে মানিকগঞ্জে এ অংশের শুটিং হয়েছে।
এ ব্যাপারে শিবলু বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক—সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। তা ছাড়া আদালত প্রাঙ্গণে পরিচালকের বেশ কয়েকজন সত্যিকারের উকিল পরিচিত ছিল, তাঁরাও আমাকে চরিত্রটি তুলে আনতে সহযোগিতা করেছেন। কাজটি করে বেশ আরাম পেয়েছি আমি।’ কখনো ঘটক, কখন দালাল, কখনো আবার গোয়েন্দা সংস্থার সদস্যসহ সিনেমায় নানা ধরনের চরিত্রে দেখা যায় এই অভিনেতাকে।
নানা চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে কীভাবে প্রস্তুত করেন, জানতে চাইলে শিবলু বলেন, ‘নানা ধরনের চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। কারণ, এভাবে কাজ করলে অভিনয়টা শেখারও সুযোগ হয়, অভিজ্ঞতা হয়। আর আমি যখন যে চরিত্রে কাজ করি, বিশ্বাস থেকে করি। এর ফলে নানা ধরনের চরিত্র সহজে তুলে আনতে পারি।’
‘জংলি’ একটা ভালো মানের ছবি হবে বলে বিশ্বাস এই অভিনেতার। তিনি বলেন, ‘ছবির গল্প সুন্দর। শুটিং করতে গিয়ে দেখেছি, ছবির প্রতিটি সদস্যই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন। ভালো কাজের স্বার্থে কোনো আপস করেননি ছবিসংশ্লিষ্টরা। চরিত্রের প্রয়োজনে পুরো ছবিতে প্রধান চরিত্রের সিয়াম আহমেদ কোনো মেকআপই নেননি। ছবির পুরো শুটিংই দারুণভাবে শেষ হলো। এখন পোস্ট প্রোডাকশনের কাজ ঠিকঠাকমতো করতে পারলে এই ঈদে অন্যতম সেরা ছবি হতে পারে এটি।’
জানা গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা আছে।
এম রাহিম পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, বুবলী, রাশেদ মামুন অপু প্রমুখ।