‘ক্ষতিকর’ হিন্দি সিনেমা আমদানির পক্ষে ডিপজল, নিপুণ বললেন যা

ডিপজল এবং নিপুণ
কোলাজ

কদিন আগেও দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে সোচ্চার ছিলেন খল চরিত্রের অভিনেতা ডিপজল। দিয়েছিলেন আন্দোলনের ঘোষণাও। সম্প্রতি এই অভিনেতা ও প্রযোজক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরও তিনি জানিয়েছিলেন, হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন তিনি।

মিশা ও ডিপজল নিপুণের গলায় মালা পরিয়ে দেন
ফেসবুক থেকে

ডিপজল তখন বলছিলেন, ‘হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমা যেন আমদানি না হয়, সেই চেষ্টা করব। হিন্দি সিনেমার আমদানি অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র।’

মাস দুয়েক পর মত পাল্টালেন ডিপজল। তাঁর এখনকার বক্তব্য হিন্দি সিনেমা আমদানির পক্ষে। ডিপজলের মুখে এমন কথা শুনে চিত্রনায়িকা নিপুণ ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জানালেন, ডিপজলের হিন্দি সিনেমা আমদানির পক্ষে অবস্থানের এই সিদ্ধান্ত তাঁর জন্মদিনের উপহার।

যা বলেছেন ডিপজল
শনিবার প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় ডিপজল বলেন, ‘আমি সব সময় সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি। বাংলা সিনেমা আমদানি করলে করুক, আমরা ফাইট দেব। তবে হিন্দি সিনেমা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু হলও তো বাঁচাতে হবে। এ জন্য আপাতত আপনাদের সবার সঙ্গে একমত আমি, হিন্দি সিনেমা আসুক।’ একই সঙ্গে নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই বলেও জানান অভিনেতা। তিনি আরও বলেন, ‘৮০টি সিনেমা হল দিয়ে আমাদের চলবে না। আমরা সবাই মিলে সিনেমা হল যদি করি। সবাই মিলে উদ্যোগ নিলে তিন শ–সাড়ে তিন শ সিনেমা হল করা যাবে। এ জন্য আমি কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে হেমায়েতপুরে মাল্টিস্টেরয়েড বিল্ডিং হবে, সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে। দ্রুতই এর কাজ শুরু করা হবে। পাশাপাশি “পর্বত” ভেঙে ফেলা হয়েছে, সেখানে তিনটি স্ক্রিন হবে। আর দুই বা তিন বছর পর “এশিয়া”ও ভেঙে ফেলব, সেখানে মাল্টিপ্লেক্স চালুর জন্য পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে হলের সংখ্যাও বৃদ্ধি পাবে। তবে শুধু সিনেমা হল হলেই হবে না, ছবিও বানাতে হবে।’
নিপুণ
ছবি : সংগৃহীত

আজ চিত্রনায়িকা নিপুণের জন্মদিন। দিনটিতে তিনি আছেন যুক্তরাষ্ট্রে একমাত্র মেয়ের কাছে।

যে কারণে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিলেন ডিপজল, এমন একটি খবরের লিংক নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্মদিনের উপহার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে আমাদের প্রেক্ষাগৃহ বাঁচাতে হিন্দি সিনেমা প্রদর্শনের প্রস্তাব করেছিলাম।’

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মতামত দেন ডিপজল।

হিন্দি সিনেমার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’

ডিপজল
ছবি: সংগৃহীত