চুপ! কার উদ্দেশে বললেন শাকিব

‘বরবাদ’ ছবির প্রথম ঝলকে এভাবেই ধরা দিলেন শাকিব খান

রক্তমাখা হাতে পিস্তল। শাকিব খান বসে আছেন বিলাসবহুল গাড়ির ওপর। কারও উদ্দেশে যেন বলছেন, ‘চুপ।’ শাকিব খানের পেছনে দাউ দাউ করে পুড়ছে অট্টালিকা। পোড়া অট্টালিকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার!’ মুক্তিপ্রতীক্ষিত ‘বরবাদ’ ছবির প্রথম ঝলকে এভাবেই ধরা দিলেন শাকিব খান। ২০ সেকেন্ডের এই মোশন পোস্টারে জানিয়ে দেওয়া হয়, আগামী বছরের ঈদুল ফিতরে আসছে শাকিব খানের এই ছবিটি।

অক্টোবরে শুটিং শুরু হয় ‘বরবাদ’ ছবির। কয়েক দিন ধরে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে ছবিটির ফার্স্ট লুক নিয়ে ছিল আলোচনা। শাকিব–ভক্তরাও বিভিন্ন গ্রুপে জানিয়েছিলেন, ফার্স্ট লুক দেখতে চান। এর মধ্যে শাকিব খানের ফেসবুক পেজ, প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের ফেসবুক থেকে জানানো হয়, আজ বুধবার দুপুরে আসছে বহুল প্রতীক্ষিত সেই ফার্স্ট লুক। এরপর থেকেই শাকিব ভক্তরা অপেক্ষায় ছিলেন, কখন তাঁদের প্রিয় নায়ককে নতুন ছবিতে ভিন্ন লুকে দেখবেন! কিন্তু এমন দুর্ধর্ষ লুকে যে প্রিয় নায়ককে দেখবেন, সেটা বোধ হয় প্রত্যাশা করেননি কেউই!

আরও পড়ুন
শাকিব খান
ছবি : শাকিব খানের ইনস্টাগ্রাম

মোশন পোস্টারটি প্রকাশের পরপরই ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে। ভক্তদের পাশাপাশি প্রযোজক, পরিচালক এবং শিল্পীরাও শাকিব খানের ফার্স্ট লুকের মোশন পোস্টারটি নিজেদের ফেসবুক আইডি ও পেজে শেয়ার করছেন। বেশির ভাগেরই মন্তব্য, এমন শাকিবকে আগে দেখা যায়নি। নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শাকিব খান।

‘বরবাদ’ ছবির ফার্স্ট লুক মোশন পোস্টার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে ৬ লাখের কাছাকাছি ভিউ হয়েছে। মন্তব্য এসেছে ১০ হাজারের মতো। রিঅ্যাকশন ৫০ হাজারের বেশি ও শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারের মতো।

আজমানুর ওয়ারিশ নামের একজন লিখেছেন, ‘শাকিব খান সত্যিই বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট! “বরবাদ”–এর প্রথম লুক দেখে মনে হচ্ছে, ঈদুল ফিতরে আসছে এক বিশাল অ্যাকশন-রোমাঞ্চের মহোৎসব। মেগা স্টার শাকিব খান তাঁর অসাধারণ স্টাইল এবং চরিত্রে মুগ্ধ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত। তাঁর মতো একজন অভিনেতা বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব সময়ই সেরা। অপেক্ষা আর ধৈর্য ধরতে পারছি না!’ চলো নিরালায় খ্যাত গায়ক অয়ন চাকলাদার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘১১ মিনিটে ১৫ হাজার লাইক। এই মানুষটার স্টারডম অন্য মাত্রার।’

আরও পড়ুন
শাকিব খান
ছবি : শাকিব খানের ইনস্টাগ্রাম

আরেকজন লিখেছেন, ‘এই লুকে সব উড়ে যাবে! বাংলা সিনেমায় এমন দুর্ধর্ষ লুক দেখব, ভাবিনি।’ রাহাত নামের একজন লিখেছেন, ‘বাংলা সিনেমায় এখন পর্যন্ত সেরা মোশন পোস্টার এটি।’ এ রকম আরও অসংখ্য মন্তব্য আসছে প্রতি মিনিটে! ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের প্রথম ঝলক মোশন পোস্টার প্রকাশের অনুষ্ঠান আজ বুধবার দুপুরে ঢাকার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়। এতে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির স্বত্বাধিকারী শেহরীন আক্তার, অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, দীঘি প্রমুখ।

আরও পড়ুন
শাকিব খান
ছবি : শাকিব খানের ইনস্টাগ্রাম

‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। ভারতের মুম্বাইতে ছবির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে ‘বরবাদ’–সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম ছবি হওয়ায় তাঁর উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না। তিনি বলেন, ‘আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি, তাই শুটিংয়ের শুরু থেকে টুঁ শব্দ করিনি। “বরবাদ”–এর জন্য নেপথ্যে একটি সেরা টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবাই খুব সন্তুষ্ট।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় আসবেন ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে।

আরও পড়ুন