শাকিব খানের যে গুণে মুগ্ধ

‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানের দৃশ্যে ইধিকা ও শাকিব। ফেসবুক থেকে

শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর টালিউডেও সাফল্য পেয়েছেন ইধিকা। ঈদুল ফিতরে মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আবারও শাকিবের বিপরীতে সুযোগ পান তিনি। ঈদের সপ্তম দিনেও সিনেমাটি দর্শকের পছন্দের শীর্ষে। পরপর দুই সিনেমায় শাকিবের মতো বড় তারকার সঙ্গে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। রোববার এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এপারের দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা।

‘আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেটা তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করি।

ইধিকা পাল ও শাকিব খান। ফেসবুক থেকে

তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে, এরপরও এখনো তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী; আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন। এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা করছি।’ ভিডিও বার্তায় বলেন ইধিকা।

শাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও উল্লেখ করেন ইধিকা। তাঁর ভাষ্যে, ‘শুধু “বরবাদ”-এ কাজ করছি বলে এমনটা মনে হয়, তা না। আমার অভিষেক হয়েছে তাঁর বিপরীতে। এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়।’

‘বরবাদ’ ছবিতে শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান, যীশু সেনগুপ্ত।

আরও পড়ুন