আরিফিন শুভ তাঁর বর্তমান ক্রাশের কথা জানালেন
চরকিতে মুক্তি পেয়েছে ঢালিউড তারকা আরিফিন শুভ অভিনীত ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’। এই চলচ্চিত্রের প্রচারণায় এসে নিজের বর্তমানের ক্রাশের কথা অকপটে জানালেন তিনি। তাঁর এই ক্রাশ আর কেউ নয়, একজন গায়িকা। নন্দিতা নামের এই গায়িকার কণ্ঠে ‘বুলবুলি’ গানটি শোনার পর থেকেই তিনি আরিফিন শুভর ক্রাশ হয়ে আছেন বলে জানালেন তিনি।
১৩ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত উনিশ ২০। চরকি অরিজিনালস এই ওয়েব ফিল্মের মুক্তি উপলক্ষে সহশিল্পী আফসানা আরা বিন্দুর সঙ্গে প্রচারণায় অংশ নেন। সেখানেই তিনি বিন্দুর প্রশ্নের জবাবে তাঁর এই মনের কথা জানান।
‘ট্রুথ আর ট্রুথ’ নামের এই শোতে ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে ব্যক্তিগত অনেক প্রশ্নের উত্তর দেন আরিফিন শুভ। বিন্দুর পক্ষ থেকে ছুড়ে দেওয়া প্রশ্নটি ছিল, ক্রাশ কে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা তার ক্রাশ। কেন তাঁর ওপর ক্রাশ খেয়েছেন, তা–ও জানালেন এই অভিনেতা।
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের গান ‘বুলবুলি’তে কণ্ঠ দিয়েছিলেন নন্দিতা। আর এই গান শুনতে গিয়ে তাঁর ওপর ক্রাশ খান তিনি। আরিফিন শুভ বলেন, ‘বুলবুলি গানটি নন্দিতা এত সুন্দরভাবে গেয়েছে যে তা দেখে আমি তার উপর ক্রাশ খাই। তবে আমার কাছে ক্রাশ মানে এমন না যে আমি তাকে সঙ্গী হিসেবে দেখি।’ শুভ জানালেন, তিনি এখন নন্দিতার কণ্ঠের ভক্ত। নিয়মিতই নন্দিতার গান শোনেন। তিনি বলেন, ‘আমি নন্দিতার গান নিয়মিত শুনি। তার গান গাওয়ার দক্ষতা অসাধারণ।’
ছোটবেলা থেকেই গান করেন নন্দিতা। গানের পাশাপাশি তিনি অভিনয় ও উপস্থাপনাও করে থাকেন। ‘সিলন মিউজিক লাউঞ্জ’–এ কয়েকটি গান কাভার করেছেন নন্দিতা।