‘পুষ্পা’, ‘কবির সিং’ না ‘জংলি’
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্য দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘দাগি’র টিজার মুক্তি পেয়েছে আগেই। এবার এল ‘জংলি’র টিজার। এর আগে এম রাহিম পরিচালিত সিনেমাটির প্রি-টিজার মুক্তি পেয়েছিল, আজ সন্ধ্যায় এসেছে টিজার। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে সিয়ামের হিংস্র রূপ দেখে চমকে গেছেন ভক্তরা।
এর আগে মুক্তি পাওয়া প্রি–টিজার থেকে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার আলোচিত-সমালোচিত সিনেমা ‘কবির সিং’-এর প্রেরণা খুঁজে পাওয়া গিয়েছিল, কখনো সিনেমাটিতে সিয়ামের লুক দেখে অনেকে ‘পুষ্পা’ চরিত্রটির ছায়া খুঁজে পেয়েছিলেন ভক্তরা। তবে আজ মুক্তি পাওয়া টিজারে সব পরিষ্কার করে দিয়েছেন অভিনেতা। টিজারে তাঁকে বলতে শোনা যায়, ‘পুষ্পা? কবির সিং? উহু, জংলি।’
টিজার দেখে মনে হয়েছে, প্রেম ও প্রতিশোধের গল্প হতে চলেছে সিনেমাটি। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে। তাঁর সঙ্গে সিয়ামের সম্পর্ক কী? সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি টিজারে।
এর আগে মুক্তি পাওয়া প্রি–টিজারে সিনেমার অভিনেত্রী শবনম বুবলীকে দেখানো হয়নি। তবে আজকের টিজারে বুবলীর এক ঝলক দেখা গেছে।
‘জংলি’ সিনেমার চরিত্রটির জন্য নিজেকে বেশ কাঠখড় পুড়িয়ে তৈরি করেছেন সিয়াম।
সেটা নিজেই জানিয়েছিলেন এভাবে, ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
টিজার মুক্তির পর অনেকেই প্রশংসা করেছেন। সিয়ামকে মূলত রোমান্টিক চরিত্রেই বেশি দেখেছেন দর্শকেরা। কিন্তু নিজেকে ভেঙে পুরোপুরি অ্যাকশন তারকা হিসেবে টিজারে পাওয়া গেছে সিয়ামকে। তাঁর এই লুকের প্রশংসা করেছেন ভক্তরা। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম ছাড়াও আছেন শবনম বুবলী ও দীঘি।