বিহারে চলবে শাকিব খানের ‘তুফান’
শাকিব খান অভিনীত, রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’ মুক্তির আগেই অন্তর্জালে ঝড় তুলেছিল। ছবিটির টিজার, গান বা ট্রেলার মুক্তির পর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। চলতি বছরের ১৭ জুন বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পরপরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, জুন-জুলাইয়ে টিকিট বিক্রির হিসাবে প্রথমে ছিল ‘তুফান’। দর্শক চাহিদার কারণে মুক্তির আড়াই মাস পরও সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। পরে ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। দেশ–বিদেশে সফলতা পাওয়া এই ছবিটি শিগগিরই আসছে ওটিটিতে। তার আগেই জানা গেল, ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান!
তুফান’ পরিবেশনায় আছে ভারতীয় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শনিবার দুপুরে ‘তুফান’–এর ট্রেলার রিলিজ করে তারা জানায়, আসছে ১৩ সেপ্টেম্বর বিহারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ১ মিনিটের ‘তুফান’ ট্রেলারটি করা হয়েছে হিন্দি ভাষায়। সিনেমাটিও ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে। বিহারে সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন।
দেশের বাইরেও ‘তুফান’ সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়।
সিনেমার ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। এদিকে দিন কয়েক আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ‘তুফান’ চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন দর্শক। বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের হইচইতে দেখা যাবে ছবিটি।
তুফান-এ শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেব।
সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।