‘দাগি’র ট্রেলার দেখে কী বললেন ভারতীয় সমালোচকেরা

‘দাগি’ সিনেমায় আফরান নিশো। চরকি

গতকাল সন্ধ্যায় এসেছে ঈদের সিনেমা ‘দাগি’র ট্রেলার। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার ট্রেলার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। এই তালিকায় আছেন ভারতীয় ইউটিউবাররাও। অরিত্র, সাগরনীল ও রূপম—এই তিন ভারতীয় ইউটিউবার সিনেমাটির ট্রেলারের প্রশংসা করেছেন।

২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ‘দাগি’ সিনেমার ঝলক তুলে ধরা হয়েছে। ট্রেলারটি নিয়ে অরিত্র তাঁর ইউটিউব চ্যানেল ‘অরিত্রজ জ্ঞান’-এ পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘ট্রেলারটি আমার দারুণ লেগেছে। ছবিটি ঈদের সময় মুক্তি পাচ্ছে, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে; তবে মনে হচ্ছে এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা নয়, ড্রামা ঘরানার।’

ট্রেলারে গল্প সম্পর্কে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা বিশ্লেষণ করে ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর প্রশংসা করেন অরিত্র। তিনি বলেন, ‘আমার ট্রেলার দেখে ভালো লেগেছে, সবার পারফরম্যান্স দারুণ। তমা মির্জা ও নিশোর মধ্যে যে রসায়ন, সেটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। ড্রামাটা মনে হচ্ছে দারুণ হয়েছে।’

‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এ সাগরনীল বলেছেন, ‘এ ধরনের চরিত্রে আফরান নিশো দারুণ অভিনয় করেন, বিশেষ করে রাগের অভিনয়; ট্রেলার দেখে মনে হচ্ছে এ ছবিতেও তিনি ফাটিয়ে দিয়েছেন।

‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা
চরকির সৌজন্যে

ট্রেলারে একটা চড় মারার দৃশ্য আছে, সেটা দুর্দান্ত। তবে এটা কিন্তু নায়ক-প্রধান, পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা হবে না, ড্রামাভিত্তিক। মনে হচ্ছে, দারুণ কাজ হয়েছে।’

আরেক ইউটিউবার রূপম তাঁর ‘রূপমস রিভিউ’ চ্যানেলে ‘দাগি’র ট্রেলার নিয়ে বলেন, ‘এ ছবিটা ভীষণ ভীষণ ভালো হতে পারে। টিজার দেখার পর আমার যা প্রতিক্রিয়া ছিল, এই ট্রেলারটা উল্টে দিয়েছে। টিজার দেখে ভেবেছিলাম, অ্যাকশন থাকবে, নায়ককে বাণিজ্যিক সিনেমার মতো করে দেখানো হবে। কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। এ ছবিটা ঈদে ভালো করতে পারবে। কারণ, ঈদে একের পর এক যখন অ্যাকশন সিনেমা থাকবে তখন দর্শকদের রিলিফ নেওয়ার মতো কিছু দরকার; ভাববার মতো কোনো কাজ দরকার। এ সিনেমা মনে হচ্ছে সেই ধরনের সিনেমা।’

আরও পড়ুন

সিনেমায় আফরান নিশোসহ সবার অভিনয়ের প্রশংসা করেন রূপম। তিনি আলাদা করে কথা বলেন ‘দাগি’ সিনেমার সংলাপ নিয়েও।

‘দাগি’ সিনেমায় সুনেরাহ বিনতে কামাল। চরকি

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো ছাড়াও আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম।