এসেছে ‘প্রহেলিকা’র ‘মেঘের নৌকা’
‘মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে...।’ চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রথম গানের শুরুটা এমন। আসিফ ইকবালের গীতিকবিতায়, ইমরানের সুরে ‘প্রহেলিকা’র প্রথম গান ‘মেঘের নৌকা’ সোমবার রাতে বঙ্গের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলী। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্য দিয়ে ফিরেছেন মাহফুজ। তাঁদের নিয়ে সিলেট, সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটিতে দুজনের অদ্ভুত সুন্দর রসায়ন দর্শকের মন জয় করে নেবে বলেই আমাদের বিশ্বাস।’
গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘প্রহেলিকার গল্পের প্রয়োজনে এ গান লেখা। গল্পের প্রয়োজন আর আমার নিজের কল্পনা মিলিয়ে এ গান। শব্দচয়নে আর কাব্যময়তায় সবার হৃদয় ছুঁয়ে গেলেই আমাদের এ গান সার্থক হবে।’
এই ছবিতে কাজের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন মাহফুজ আহমেদ। সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন। শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।
মাহফুজ আহমেদ বলেন, ‘অনেক দিন বিরতি নিয়েছি, ভালোভাবে কাজে ফেরার জন্য। “প্রহেলিকা” ছবি দিয়ে সেভাবেই কাজ শুরু করেছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। গল্পটি অনেক ভালো। তা ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গে আমার কাজের রসায়নটাও চমৎকার। তাঁর পরিচালিত অনেক নাটক দর্শকের প্রশংসা পেয়েছে।’
মাহফুজ আহমেদ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজকে আমার প্রথম ছবিতে নিতে চেয়েছিলাম। কিন্তু নেওয়া হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আমাদের দুজনের বন্ধুত্ব সেই ১৯৮৮ সাল থেকে। আমাদের দুজনের কাজের রসায়নটা শক্তিশালী। এ কারণে তাঁর সঙ্গে যেকোনো কাজ সহজ হয়, ভালো কাজ হয়।’
‘
প্রহেলিকা’ সিনেমাটির গল্প নিয়ে চয়নিকা চৌধুরী বললেন, ‘আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেমকাহিনিই একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে প্রহেলিকাটা আসলে কী, আমি কিছু বলব না।’
‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু, এ কে আজাদ, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং গত বছরের ২ নভেম্বর সিলেটে শুরু হয়।
একটানা কাজ করে একই বছরের ২২ ডিসেম্বর সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।
চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায়। সিনেমাটি কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার জিতেছিল। ‘প্রহেলিকা’ দর্শকমহলে কেমন সাড়া জাগায়, সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।