১০০ কোটি নয়, ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ৪ কোটি টাকা: পরিচালক
‘দিন: দ্য ডে’–এর বাজেট ১০০ কোটি টাকা বলে প্রচার করে ঢাকাই সিনেমায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল, সিনেমা মুক্তির দেড় মাস পর পরিচালক মুর্তজা অতাশ জমজম বলছেন, ভুয়া প্রচার করেছেন অনন্ত জলিল। ইরানি পরিচালকের ভাষ্যে, ২০১৮ সালের জুনে মুর্তজা ও জলিলের মধ্যকার চুক্তিপত্রে সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে ৫ লাখ মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪ কোটি টাকার কিছু বেশি।
সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে চুক্তিপত্র প্রকাশ করেছেন মুর্তজা; বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে অনন্ত জলিল প্রথম আলোকে বলেন, যে চুক্তিপত্র পোস্ট করা হয়েছে, তা এডিট করা। আর বাজেটের বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দিতে চাননি ‘দিন: দ্য ডে’ সিনেমার অভিনতা অনন্ত। সিনেমার বাজেট নিয়ে আগে যা বলেছেন, সেই বক্তব্যেই অটল থাকার কথা জানিয়ে তিনি বলছেন, আইনিভাবেই এগোবেন তিনি।
ইরানি পরিচালক বলেন, ‘চুক্তিপত্রে অনন্ত জলিলের নাম বিনিয়োগকারী হিসেবে ও আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে। চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ পাঁচ লাখ মার্কিন ডলার। কথা ছিল, আমরা ইরানি টিম কাজ করব এবং তিনি টাকা খরচ করবেন। পরিশেষে চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫ শতাংশ বিনিয়োগকারীকে ও ১৫ শতাংশ প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। উনি সিনেমার নির্মাণ ব্যয় ১০ লাখ মার্কিন ডলার প্রচার করেছেন। যেখানে কিনা ১০ মিলয়ন ডলারের দাবি, মূল বাজেটের ত্রিশ গুণের বেশি। ’
অভিযোগের জবাবে অনন্ত জলিল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে চুক্তিপত্র লেখা হয়েছে, এটা সম্পূর্ণ এডিট করা। ২০১৮ সালের জুনে চুক্তি হওয়ার চার বছর পর কেন এসব নিয়ে কথা হচ্ছে? এটা মুর্তজার কাজ না, অন্য কেউ করাচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় জানাচ্ছি।’ শুধু ভুয়া প্রচার নয়, ছবির পারিশ্রমিক বাবদ দুই লাখ ডলার এখনো পরিশোধ করেননি সিনেমার বিনিয়োগকারী অনন্ত জলিল। সে কারণেই তেহরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মুর্তজা।
মুর্তজা বলেন, ‘অনন্ত জলিলের ক্রমাগত স্ক্রিপ্ট পরিবর্তন যেমন গল্পে আইএস, জঙ্গিবাদ ইস্যু থেকে মাদক ও মাফিয়া ইস্যুতে পরিবর্তন, চিত্রায়ণের স্থান সিরিয়া ও লেবানন থেকে পরিবর্তন করে আফগানিস্তান ও তুরস্কে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মতপার্থক্য শুরু হয়। তার কাছে ঋণ দুই লাখ ডলারও পরিশোধ করা হয়নি। ’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ২০১৮ সালে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল তুরস্ক, আফগানিস্তান, ইরানে। সিনেমার পাশাপাশি বাংলাদেশেও সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে তাঁর স্ত্রী, চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।