হেনা তো টাঙ্গাইলে...হেনার বিয়ে নিয়ে যত মিম

এখনো রীতিমতো ভাইরাল ‘চাচা, হেনা কোথায়?’ নায়ক বাপ্পারাজের কণ্ঠের এই সংলাপের ভিডিও যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনি এই সংলাপ নিয়ে তৈরি মিমগুলোই নিয়েও মজেছেন দর্শকেরা। তেমনই ১০টি মিমে দেখে নিতে পারেন ভিন্নভাবে মজার সংলাপগুলো।
১ / ১০
মূল সংলাপ ছিল, ‘চাচা, হেনা কোথায়?’ তারপরের সংলাপ নিয়েই তৈরি হয়েছে এই মিম, যা প্রথম দিকে তৈরি হয়।
ছবি: ফেসবুক থেকে
২ / ১০
মূল সংলাপকে অন্যভাবে এক ভক্ত লিখেছেন, ‘স্যার, আমার খাতা লাল কালি দিয়ে সাজানো কেন? আর নম্বর কোথায়?’
ছবি: ফেসবুক থেকে
৩ / ১০
মজা করে আরেক ভক্ত মিমে লিখেছেন, ‘চাচা, ক্যালেন্ডারের পাতা উল্টানো কেন? জানুয়ারি মাস কোথায়?’
ছবি: ফেসবুক থেকে
৪ / ১০
বেতন পাওয়ার এক সপ্তাহ পরের ঘটনার সঙ্গে সিনেমার সংলাপ মিলিয়ে একজন লিখেছেন, ‘স্যালারি পাওয়ার এক সপ্তাহ পর; চাচা, আমার হাত এত ফাঁকা কেন? আমার সব টাকা কোথায়?’
ছবি: ফেসবুক থেকে
৫ / ১০
আরেকটি মিমে লেখা, ‘চাচা, বাড়িঘর এত হেনা কেন? সাজানো কোথায়?
ছবি: ফেসবুক থেকে
৬ / ১০
‘হেনা, বাড়িতে এত চাচা কেন? আর সাজানো কোথায়?’
ছবি: ফেসবুক থেকে
৭ / ১০
একজন বাংলা সিনেমার আয়ের তালিকার সঙ্গে মিলিয়ে লিখেছেন, ‘চাচা, লিস্ট এত সাজানো কেন? আর “বেদের মেয়ে জোসনা” কোথায়?, ‘চার নম্বরে চলে গেছে।’
ছবি: ফেসবুক থেকে
৮ / ১০
হেনা চরিত্রের নায়িকা শাবনাজ স্বামী নাঈম ও দুই মেয়ের সঙ্গে ছবি দিয়ে মিমে এক ভক্ত লিখেছেন, ‘চাচা, হেনা কোথায়? হেনা তো টাঙ্গাইলে স্বামী–সন্তান নিয়ে সুখে আছে।’
ছবি: ফেসবুক থেকে
৯ / ১০
মজা করে আরেকটি মিমে ভক্ত লিখেছেন, ‘চাচা, জীবন এত ছন্নছাড়া কেন, আর আমার কামব্যাক কোথায়?’
ছবি: ফেসবুক থেকে
১০ / ১০
‘জেনে নিন, হেনার বিয়ে হয়ে গেলে নিজেকে সামলে নেবেন যেভাবে?’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন