তুমি কি আমাকে সন্দেহ করছ...
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের সিনেমা ‘অন্তরাত্মা’। আজ প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমার ট্রেলার দেখে বোঝা যায়, এটি প্রথম নামের এক ক্ষমতাশালী ব্যবসায়ীর গল্প। যার দাপটে তটস্থ থাকে সব। যেকোনো কিছুর ধার ধারে না। ‘আমি কিন্তু আমি, আন্ডার এস্টিমেট করা যাবে না’ সংলাপ দিয়ে বোঝা যায় ক্ষমতার কথা। প্রথম সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম। সেই ক্ষমতাশালী প্রথম হঠাৎ প্রেমে পড়ে, সেই গল্পটি নিয়েই থ্রিলার ও রোমান্টিক এই সিনেমাটি।
পাবনার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। তাঁর চরিত্রের নাম রূপকথা। সে একজন নেত্রী। ট্রেলারে আরও দেখা যায়, হঠাৎ এলাকার সেই নেত্রী রূপকথার সামাজিক কাজ ও প্রতিবাদী সত্তা দেখে তাকে পছন্দ করে নায়ক প্রথম। একসময় প্রেম থেকে প্রথম ও রূপকথার বিয়ে হয়। বিয়ের পরে শুরু হয় সন্দেহ। সেটাই বোঝা যায় নায়িকার সংলাপে, ‘তুমি কি আমাকে সন্দেহ করছ’।
রূপকথা চরিত্রের সেই নায়িকা দর্শনা বলেন, ‘সিনেমাটির জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে। গল্পটি দর্শকের ভালো লাগবে। ৮ থেকে ৮০ যেকোনো বয়সের দর্শকেরা এটি দেখতে পারবেন। সবার ভালো লাগবে। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আপনারা সিনেমা হলে এসে গল্পটি দেখুন।’
চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমা রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে ‘অন্তরাত্মা’।
সেই সিনেমা এবার ঈদুল ফিতর ঘিরে হঠাৎ আলোচনায় আসে। সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার খবরও পাওয়া যায়।
অবশ্য এখন প্রায় নিশ্চিত শাকিবের ‘বরবাদ’। ঈদে ‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তি নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কি না, এমন প্রশ্নে আজ বুধবার সোহানী হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুক্তি পেছানোর কোনো প্রশ্নই আসে না। আমরা ঈদেই আসছি। আমাদের সিনেমার আজ ট্রেজার প্রকাশ পেয়েছে। আজ গান প্রকাশ পাচ্ছে, এখন নিয়মিত প্রচারে থাকব আমরা।’