সাংহাই উৎসবে প্রদর্শিত ‘বলী’
চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী’। উৎসবের ইন্টারন্যাশনাল প্যানোরমা শাখায় অংশ নিচ্ছে ছবিটি।
উৎসবে অংশ নিতে নির্মাতা ইকবাল ও ছবির অভিনেতা এ কে এম ইতমাম সাংহাইয়ে পৌঁছেছেন। গত মঙ্গলবার ছবির প্রদর্শনী শেষে তাঁরা দর্শকের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন।
সাংহাই থেকে ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘চীনের দর্শকেরা “বলী” সিনেমাকে কীভাবে নেন, সেটাই দেখার আগ্রহ ছিল। দর্শকেরা খুব আগ্রহ নিয়ে আমাদের সিনেমা দেখেছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলার নিয়মকানুন এবং মাহী সাওয়ারদের কাহিনিতে তাঁরা মুগ্ধতা দেখিয়েছেন। বিচিত্র ও গভীর সব প্রশ্ন করেছেন।’
উৎসবে ‘বলী’র তিনটি প্রদর্শনী হয়েছে। সাংহাই উৎসবের পর্দা নামবে ২৩ জুন।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।