চেবোক্সারি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘আম-কাঁঠালের ছুটি’
রাশিয়ার চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। বিভিন্ন দেশের নৃতত্ত্ব ও আঞ্চলিক স্বকীয়তার প্রতিনিধিত্ব করা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয় এ উৎসব।
শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। কারও সঙ্গে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে শিশু গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, তা নিয়েই সিনেমা। ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে চেবোক্সারি উৎসব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর ২৬ নভেম্বর ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকেরাও ছবিটির প্রশংসা করেন।
সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছরের অধ্যবসায়ের গল্প।
খুব ছোট একটি কারিগরি ইউনিট ও আনকোরা একদল অপেশাদার অভিনয়শিল্পীকে নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে হয় ছবিটির শুটিং।
এই চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি করেছেন নির্মাতা নিজেই, সঙ্গে ছিলেন ম্যাক সাব্বির। প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।
প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।
ছবিটি চলতি বছরের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। ১৬তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ২৪ মে সকালে মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়বেন নির্মাতা।