এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না
‘এফডিসির শিল্পী সমিতির যাঁদের কেউ অভিনয়ে ডাকেন না, তাঁদের নিয়েই কাজ করছি। বঞ্চিতদের আমি তুলে ধরতে চাই। তাঁদের পথচলায় সহযোগিতা করতে চাই।’ কথাগুলো চিত্রনায়িকা রত্নার। এই অভিনেত্রী এবার এফডিসির পার্শ্বচরিত্রের বঞ্চিত অভিনয়শিল্পীদের নিয়ে শুরু করেছেন নাটক প্রযোজনার কাজ। একই সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। ঈদে ‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নাটকে তাঁকে দেখা যাবে।
রত্না কবির জানান, বিভিন্ন সময় সিনেমায় তাঁর সঙ্গে সহ–অভিনয়শিল্পী হিসেবে যাঁরা কাজ করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই তাঁর এই নতুন যাত্রা। তিনি বলেন, ‘এফডিসির অনেক শিল্পীর মেধা থাকা সত্ত্বেও কাজে ডাক পান না। তাঁদের নিয়েই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাঁদের প্রোমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’
রত্নার নাটকে অভিনয় করেছেন দুলারী, রীনা খান, বাদল মিয়া, গুলজার হোসেনসহ অনেকে। পরিচালনা করেছেন বাবুল রেজা। রত্না জানালেন, ক্রমেই আরও অন্য শিল্পীরা তাঁর নাটকে যুক্ত হবেন। ‘ইতিহাস’ সিনেমার এই নায়িকা বলেন, ‘প্রথম নাটক সবাইকে নিয়ে করতে পারছি না। যাঁরা ডাক পাচ্ছেন না, তাঁরাও ডাক পাবেন। আপাতত অনেক ব্যস্ত শিল্পীদের আমরা কাস্টিং করেছি। তাঁদের না রাখলে চ্যানেলে চোখ পড়বে না। দর্শক যদি শুরুতেই নাটক না দেখেন, তাহলে কিন্তু কাউকেই তুলে ধরা সম্ভব হবে না।’
পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীদের নিয়ে এমন উদ্যোগে প্রশংসাও পাচ্ছেন রত্না। জানান, তিনি এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জিতেছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। সেই সময়ে সহশিল্পীদের খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, বেশির ভাগ মেধাবী শিল্পীই বেকার।
‘নির্বাচন করতে গিয়েই আমি জানতে পারি, গুণী শিল্পীরা বেকার। এত গুণী শিল্পী বেকার বসে আছেন, আমার ধারণাই ছিল না। এসব শিল্পীকে কেউ ডাকছেন না। আমাদের শিল্পাঙ্গনে তেলা মাথায় সবাই তেল দেন। যাঁদের কাজ আছে, তাঁদের বারবার ডাকছেন। অন্যরা বঞ্চিত হচ্ছেন। এভাবে নতুন শিল্পী তৈরি হচ্ছে না। মেধাবী শিল্পীরা একেবারেই বসে পড়েছেন। আমি মনে করি, তাঁরা সম্পদ। তাঁদের দায়িত্ব নিয়ে তুলে ধরা উচিত।’