এবার সায়ন্তিকাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবেন না প্লিজ: জায়েদ খান
মঙ্গলবার হঠাৎ খবর ছড়িয়েছে, শাকিব খানের ‘নাকাব’ ছবির নায়িকা কলকাতার সায়ন্তিকার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান। নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন তাঁরা। এটি পরিচালনা করবেন তাজু কামরুল। কয়েকটি ওয়েব পোর্টালও খবরটি প্রকাশ করে। সেখানে এমন খবর আছে, সিনেমাটির বিষয়ে সায়ন্তিকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তাঁর ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষামাত্র।
এ ব্যাপারে গত সোমবার সন্ধ্যায় প্রথমে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি শুনে তিনি হেসে ফেলেন। বলেন, ‘আরে এটি ভুয়া খবর। আলোচনায় আসার জন্য এসব। আমাকে কয়েকজন এই নিউজের লিংক পাঠিয়েছেন, দেখে আমি হাসলাম। আমি এই খবর দেখে তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, “আমি এসব কোথাও বলিনি।”’
এ ধরনের খবরে অনেকটা অবাক হয়েই ঢাকাই ছবির এই নায়ক আরও বললেন, ‘এসব কী রে ভাই, খামাখা একটা খবর। তাজু কামরুল এফডিসি পাড়ায় থাকেন। খামাখা আলোচনায় থাকতে চান। এটি অনন্য মামুনের পার্টি। কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে ছবিতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।’
তবে অনেক আগে ওই পরিচালকের সঙ্গে একটি ছবি নিয়ে কথা হয়েছিল বলে জানান জায়েদ খান। বলেন, ‘একটা ছবি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু কোনো চুক্তি বা চূড়ান্ত কোনো কিছুই হয়নি। এফডিসিতে এ রকম অনেক পরিচালকের সঙ্গে আমার ছবি নিয়ে আলোচনা হয়, হয়েছে। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম। শুনি ওই পরিচালক এখন নাটক করেন, তিনি নাটক নিয়ে আছেন।’
তাহলে এই বিভ্রান্তি এড়াতে ওই পরিচালকের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘নিউজের লিংকগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি তো অস্বীকার করেন। আমি তাঁকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না যেন। এর আগে অন্য একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়ে একটা নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তাঁর নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’
এর পরপরই এ ব্যাপারে পরিচালক তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘জায়েদ খান ও সায়ন্তিুকাকে নিয়ে যে নিউজ বেরিয়েছে, ওভাবে আমি কোথাও বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়। আর প্রযোজক তো দেশের বাইরে আছেন। কোথা থেকে কী নিউজ হলো, বুঝলাম না।’