১৮ মিনিট কেটে ইউটিউবে ‘মাসুদ রানা’

ইউটিউবে মুক্তি পেয়েছে ‘এমআর-৯’
ছবি: ফেসবুক

সচরাচর সিনেমা সেন্সরে জমা দেওয়ার পর কোনো আপত্তি উঠলে কখনো দৈর্ঘ্য কমানো হয়। সেটাও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিয়ম মেনে। সেখানে পারতপক্ষে খুব বেশি কমানো বা সংশোধনের সুযোগ থাকে না। এমন ঘটনার সঙ্গে দর্শকেরা পরিচিত থাকলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। সেন্সর সনদ পাওয়া ‘এমআর-৯’ হঠাৎ ১৮ মিনিট দৈর্ঘ্য কমে ইউটিউবে উন্মুক্ত হয়েছে।

সিনেমাটি গত বছর দেশ ও দেশের বাইরে মুক্তি পায়। সেই সময় সেন্সর সনদপত্রের দেখা যায় দৈর্ঘ্য ২ ঘণ্টা ১ মিনিট ১৪ সেকেন্ড। সেই সিনেমাটি গতকাল জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। সিনেমার দৈর্ঘ্য দেখতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল। ১ ঘণ্টা ৪২ মিনিট ৫৯ সেকেন্ড। সেন্সর থেকে ১৮ মিনিটের বেশি দৈর্ঘ্য ফেলে দেওয়া হয়েছে।

‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমা একটি দৃশ্যে
ছবি: সংহগৃহীত

হঠাৎ কেন দৈর্ঘ্য কমিয়ে মুক্তি? সেটা নিয়ে মঙ্গলবার সকালে কথা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে। এই প্রযোজক বলেন, ‘এটা ডিরেক্টর ভার্সন। যে কারণে আগের চেয়ে আমরা নতুন করে কাজটি রিলিজ করেছি। আমরা আগের অভিজ্ঞতা থেকে চেয়েছিলাম সিনেমাটি যেন টানটান উত্তেজনার মধ্য দিয়ে গল্পটা চলতে থাকে। যে কারণে অনেক জায়গায় দৃশ্য ফেলে দেওয়া হয়েছে। সবশেষে আমাদের কাছে মনে হয়েছে এটাই বেস্ট। দর্শকেরা এখন আর বিরক্ত হওয়ার সুযোগ পাবেন না।’

‘এমআর–৯: ডু অর ডাই’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন
ছবি : ফঢেসবুক

গত বছরের ২৫ আগস্ট সিনেমাটি বাংলাদেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পায়। এ ছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। দেশের মধ্যে বেশির ভাগ মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও বাংলায় ডাবিং ছিল না। যে কারণে সিনেমা নিয়ে সেই সময় দর্শকদের আগ্রহ কম দেখা যায়। জাজ জানিয়েছিল, পরের সপ্তাহেই ডাবিং মুক্তি দেবে।
কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে তৈরি হয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’।

সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাজের থ্রিলার–অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছেন হলিউডের ইন ব্রাভো এন্টারটেইনমেন্ট। ‘এম আর নাইন’-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।

যৌথ প্রযোজনার এই সিনেমা বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। হলিউডের অভিনেতাদের মধ্যে ফ্রাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার।

আরও পড়ুন