নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বুবলী বললেন, ‘জংলি’ এখন আবেগের নাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এম রাহিমের সিনেমা ‘জংলি’। গতকাল রাতে রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। যেখানে ‘জংলি’র শিল্পী-কলাকুশলীরা ছাড়াও হাজির ছিলেন আমন্ত্রিত অতিথিরা। বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ‘জংলি’র অভিনেত্রী শবনম বুবলী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শবনম বুবলী ভক্ত-দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখের আনন্দ আরও দ্বিগুণ-তিন গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই আয়োজন।’
‘জংলি’ এখন আবেগের নাম উল্লেখ করে বুবলী আরও বলেন, ‘সিনেমার বড় প্রচারটা হয় দর্শকের মুখ থেকে। অন্যদের বলছে, সে কারণে শো দ্বিগুণ হচ্ছে। সিনেমাটিতে দর্শকদের আকৃষ্ট করার মতো সবকিছুই আছে। এটিকে পারিবারিক সিনেমা, কমেডি সিনেমা, পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায়। অনেক সুন্দর সুন্দর গান রয়েছে সিনেমাটিতে। সিনেমাটি দর্শক দেখবে, আমাদের এমন বিশ্বাস ছিল। সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত।’
‘জংলি’ দেখার সময় অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এটা তাঁকে ছুঁয়ে গেছে উল্লেখ করে বুবলী বলেন, ‘এই যে মানুষের চোখের পানি...আমাদের শিল্পীদের এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই।’
‘জংলি’ সিনেমায় তিথি চরিত্রে অভিনয় করেছেন বুবলী। দর্শক নন-গ্ল্যামারস লুকে বুবলীকে পছন্দই করেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফট্র্যাক চরিত্র তিনি ভালো সামলাতে পারেন, সে প্রমাণ ‘টান’ বা ‘দেয়ালের দেশ’-এ পাওয়া গেছে। ‘জংলি’র ইন্টার্ন চিকিৎসকের চরিত্রটিও তেমনই।
‘জংলি’র প্রধান চরিত্রে আছেন সিয়াম আহমেদ। সিয়াম, বুবলী ছাড়াও এ ছবিতে দেখা গেছে নৈঋতা হাসিন রৌদ্রময়ী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুকে।