ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘পদাতিক’, কবে...

‘পদাতিক’ ছবিতে মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক থেকে

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। খবরটি এরই মধ্যে সবার জানা হয়ে গেছে। নতুন তথ্য হচ্ছে, ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে ছবিটি মুক্তির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক থাকলে একই দিনে ‘পদাতিক’ মুক্তি পাবে বাংলাদেশেও, এমনটাই জানিয়েছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তিতে ছবিটি বাংলাদেশে আমদানি করছে এই প্রতিষ্ঠান।

এর আগে ফেসবুক পোস্টে ‘পদাতিক’ মুক্তির ঘোষণা দেন ছবির নির্মাতা সৃজিত মুখার্জি। তাঁর সেই পোস্টে ছবির একটি পোস্টারও যুক্ত ছিল...। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক বানিয়েছেন সৃজিত। ‘পদাতিক’ নামের এ ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী
ছবি: প্রথম আলো

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পাবে ‘পদাতিক’। বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে “পদাতিক”। আলাপ চূড়ান্ত হয়েছে। আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি, শিগগিরই অনুমতি পেয়ে যাব।’

‘পদাতিক’–এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

মুক্তির আগে একাধিক পোস্টার ছাড়াও ‘পদাতিক’ ছবির টিজারও প্রকাশিত হয়েছে। ১ মিনিটি ৩৭ সেকেন্ডের টিজারে ভিন্নভাবে দেখা মেলে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর। টিজার দেখে ধারণা করা যায়, মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তাঁর ব্যক্তিজীবনের গল্প ‘পদাতিক’–এ উঠে এসেছে। এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে সিনেমা নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না-থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরেন—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।

সিনেমার টিজারে মৃণাল সেনের চিত্রনাট্য লেখা, শুটিং করা, সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণসহ বেশ কিছু বিষয় উঠে এসেছে। অন্যদিকে শোনা যায় সংলাপ, ‘দুই দিন কিছুই খাওয়া হয়নি। কিছু একটা করবে।’ বোঝা যায়, মৃণালের ব্যক্তিজীবনটাও সমানভাবে গুরুত্ব পেয়েছে সিনেমায়। তরুণ থেকে বয়সী—সব চরিত্রেই মানানসই ছিলেন চঞ্চল।

সৃজিত ও চঞ্চল চৌধুরী
কোলাজ

অনেকটা চুপিসারে গত বছরের ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’ ছবির শুটিং। কলকাতা, মুম্বাইসহ বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করা হয়। ছবিটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু তাঁর কাব্যময় জীবন উঠে এসেছে এই ছবিতে। যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। “পদাতিক”–এ খুব সচেতনভাবে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সৃজিত মুখার্জি গবেষণা ও যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমার মনে হয়, এই কাজ ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।’