‘আলো আসবেই’ কিংবা অপু-বুবলীর ‘প্রবেশ নিষেধ’, বিনোদন অঙ্গনে আলোচিত ঘটনা

বছরের শুরুতেই পরপর বিয়ে আলোচনায় তারকারা। ছবি: কোলাজ

বছরজুড়েই নানা কারণে আলোচনা ও সমালোচনায় ছিল বিনোদন অঙ্গন। কখনো ব্যক্তিগত জীবন, কখনো ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনায় সরব ছিলেন এই তারকারা। বছরের মাঝামাঝি জুলাই গণ-অভ্যুত্থানের সময় হঠাৎই অনেকেই ভাইরাল হন। কেউ আলোচনা, কেউ সমালোচনায় নাম লেখান। আলোচিত–সমালোচিত সেসব ঘটনাই একনজরে দেখে নিতে পারেন।

পরপর বিয়ে
বছরের শুরুতেই একঝাঁক তারকা বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন। সাধারণত কর্মব্যস্ততার ফাঁকে দেশের তারকারা বছরের শেষ ও শুরুর সময় কিছুটা বিরতি নেন। এই সময় কেউ নতুন করে শুরুর পরিকল্পনা করেন, কেউ ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই ব্যস্ততার মাঝেই হঠাৎ বিয়ে নিয়ে শিরোনাম হন একঝাঁক তারকা। এর মধ্যে মৌসুমী হামিদ, ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষারা বিয়ের ঘোষণা দেন বলতে গেলে একই সঙ্গে। সেই সময় বিয়ে ঘিরেই আলোচনায় ছিল মিডিয়া অঙ্গন।
১১ জানুয়ারি বিয়ে করেন মৌসুমী হামিদ। সেদিনই সন্ধ্যায় বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁদের খবরের পরেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সেই সময় এক মাসের ব্যবধানে আরও আগেই বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন গায়িকা লিজা, অবন্তী সিঁথি, অভিনেত্রী ও চিত্রনায়িকা আঁচল আঁখি এবং তরুণ অভিনেতা শাশ্বত দত্ত। তবে আরিফিন শুভ, মাহিয়া মাহির বিচ্ছেদ ঘিরে সমালোচনা তৈরি হয়।

অপু–বুবলীকে ঘিরে কঠোর সিদ্ধান্ত নেন শাকিব। ছবি: কোলাজ

অপু-বুবলীর ‘প্রবেশ নিষেধ’
চলতি বছর আবার নতুন করে বিয়ে নিয়ে হঠাৎই আলোচনায় আসেন শাকিব খান। জানা যায়, তাঁর বিয়ের জন্য পাত্রী খুঁজছে তাঁর পরিবার। একই সঙ্গে শাকিবের বাসায় অপু বিশ্বাস ও বুবলীর প্রবেশ নিষেধ। এই প্রসঙ্গে এপ্রিলে জানা যায়, শাকিব খানের সাবেক দুই স্ত্রী নিজেদের মধ্যে প্রায়ই দ্বন্দ্বে জড়ান। দুজনের এমন ঘটনায় নানা সময় শাকিব বিরক্তি প্রকাশ করেন। বিরক্ত হন তাঁর পরিবারের সদস্যরাও। সন্তানসহ নানা বিষয় নিয়ে কথা বলার কারণে শাকিবের বাসায় দুই নায়িকার প্রবেশ নিষেধ—এমন খবরও হয়েছে। শাকিবের পরিবারের বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, ঢালিউড এই নায়ককে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায়। তাঁর জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। বছর চলে গেলেও বিয়ে নিয়ে আর মুখ খোলেননি শাকিব।

অপু বিশ্বাস ও শবনম বুবলী
কোলাজ

দ্বন্দ্ব থেমে নেই
বলা যায় বছরের শুরু থেকেই সমালোচনায় আসেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই শাকিব খানের দুই সন্তানের মা। তাঁরা মূলত কখনো শাকিব খান, কখনো নিজেদের কোনো স্ট্যাটাস ঘিরেই একে অন্যকে আক্রমণাত্মক মন্তব্য করে বসেন। এমনও হয়েছে, শাকিব খানকে ঘিরে কোনো মন্তব্যে কেউ কাউকে ছাড় দিতে চায়নি। দুজনের মধ্যে কাদা-ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছিল। নিজেদের মধ্যে শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা, শাকিবের বাসায় যাওয়া, একে অন্যকে ছোট করে কথা বলা নিয়ে পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে তাঁরা আলোচনায় ছিলেন। বছরের শেষেও তাঁরা একে অন্যকে ‘মূর্খ’ বলে শিরোনাম হয়েছেন।

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী
কোলাজ

‘তুফান’ ঘিরে চাঙা
ঈদে চমকে দেন রায়হান রাফী। তাঁর ‘তুফান’ সিনেমা একের পর এক আলোচনা তৈরি করে। ভাইরাল হয় তাঁর সিনেমার দুই গান ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরাধুরা’। পরে তুফান মুক্তি পেলে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। সিনেমাটি প্রায় দুই মাস পর্যন্ত হাউসফুল ছিল। এ বছরের সিনেমার মধ্যে আলোচনা ও ব্যবসায় এক নম্বরে। এটি নিয়েও দর্শকেরা মেতেছিলেন। শাকিবকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করায় অনেকেই প্রথমবার শাকিবকে নতুন করে পর্দায় দেখেছেন।

তাহসান খান। ছবি: শিল্পীর সৌজন্যে

মাকে নিয়ে হঠাৎ আলোচনায়
গত জুলাই মাসে হঠাৎই আলোচনায় আসেন তাহসান খান। মূল ঘটনা তাহসানের মায়ের গাড়িচালককে ঘিরে। সেই সময় কেউ কেউ বলার চেষ্টার করেন, এই গায়কের মা পিএসসির সাবেক চেয়ারম্যান জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালক ছিলেন সৈয়দ আবেদ আলী। এই গাড়িচালক পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় ২০১৪ সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। এ ঘটনা নিয়ে মুখে খোলেন তাহসান খান। তিনি সে সময় প্রথম আলোকে বলেন, ‘মানুষ বোঝে, এসব ভুয়া খবর। আর যে গাড়িচালকের (সৈয়দ আবেদ আলী) কথা বলা হচ্ছে, তিনি কোনো দিন আমার আম্মার গাড়িচালক ছিলেন না।’ পরে পিএসসি সূত্রে জানা যায়, আবেদ আলী যত দিন পিএসসির চাকরিতে ছিলেন, তত দিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়িচালক ছিলেন।

রাস্তায় তারকাকুশলীরা। ছবি: ফেসবুক

ঘর থেকে প্রতিবাদে
জুলাই বিপ্লবের সময়ে শুটিং থেকে দূরে ছিলেন তারকারা। পরে আন্দোলন সমর্থনে ঘর থেকে বের হন তারকারা। ‘কোটা সংস্কার আন্দোলনে সরকারের কঠোর দমনপ্রক্রিয়া ও গুলিতে ছাত্র-জনতা হত্যার’ প্রতিবাদে দৃশ্যমাধ্যমের শিল্পীরা সোচ্চার হন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন বড় ও ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলী।

‘আলো আসবেই’ ঘিরে সমালোচনা তৈরি হয়। ছবি: কোলাজ

‘আলো আসবেই’ ঘিরে সমালোচনা
গণ-অভ্যুত্থান ঘিরে আলোচনা ও সমালোচনায় জায়গা করে নেন তারকারা। কেউ গণ-অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ ছিলেন বিরুদ্ধে। এই নিয়ে মূলত আলোচনা–সমালোচনা। সেই সময়ে অনেক নাটক ও সিনেমার শুটিং একেবারেই বন্ধ হয়ে যায়। আতঙ্কে কাটে তারকাদের দিন। পরে প্রকাশ্যে আসে আন্দোলনের বিপক্ষে থাকা অভিনয়শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’। সেই গ্রুপের সদস্য ছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে। তাঁরা কেউ কেউ জাতীয় নির্বাচন ঘিরেও আলোচনায় আসেন।

রাহাত ফতেহ আলী খান
ছবি: ফেসবুক

আলোচনায় ৩ কোটি ৪২ লাখ
এবার দেশের আলোচিত কনসার্টের মধ্যে অন্যতম ‘সবার আগে বাংলাদেশ’। এখানে একঝাঁক শিল্পীর পরিবেশনা ছিল। দীর্ঘদিন পর এমন আয়োজন দিয়ে গানে ফেরেন বিএনপির রাজনীতি করা অনেক সংগীতশিল্পী। বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় কনসার্টটি হয়। এর আগে আতিফ আসলাম গান করেন আর্মি স্টেডিয়ামে। পরে সেখানে পাকিস্তানের আরেক গায়ক রাহাত ফতেহ আলী ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান করেন। এক দিন পরই রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট’–এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গান করেন রাহাত ফতেহ আলী। এখানে গান গাইতে তিনি ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেন, যা ছিল বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায়।

শপথ নেওয়ার আগে ফারুকী পাশে নুসরাত ইমরোজ তিশা। ছবি: তিশার সৌজন্যে

মঞ্চ ও অন্যান্য
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপুরাণ’ মঞ্চনাটকের মঞ্চায়ন মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা। এ ঘটনা সমালোচনার জন্ম দেয়। এ ছাড়া আলোচিত ঘটনার মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর সাংস্কৃতিক উপদেষ্টা হওয়া, শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদের যোগদানের ঘটনাও ছিল আলোচনায়। এ ছাড়া নতুন সরকার গঠনের পর সেন্সর বোর্ড পুনর্গঠন, অনুদান কমিটি, বিটিভির প্রিভিউ কমিটি নিয়ে আলোচনা হয়।